রাহাকে প্রথম গেয়ে শোনান এই গান, ঠাকুরদা রাজ কাপুরের ছবির এটাই সবথেকে প্রিয় গান রণবীরের!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী পরিবার কাপুর পরিবার। আর সেই পরিবারের বংশধর হিসেবে রণবীর কাপুর (Ranbir Kapoor) যথেষ্ট ওয়াকিবহাল নিজের সংষ্কৃতি এবং পারিবারিক ঐতিহাসিক নিয়ে। অভিনেতার বিভিন্ন কথাবার্তায় বারে বারে তা প্রকাশ পেয়েছে। ছোট থেকে ফিল্মি পরিবেশে বড় হয়ে উঠেছেন রণবীর( Ranbir Kapoor)। তাঁর স্বভাব এবং চারিত্রিক গঠনেও বড় ভূমিকা রয়েছে তাঁর পরিবারের। এমনকি আলিয়াও জানিয়েছেন, রণবীর নিজের পরিবারের রীতিনীতি সম্পর্কে যথেষ্ট সিরিয়াস।

রাজ কাপুরের ছবির এই গানটি প্রিয় রণবীরের (Ranbir Kapoor)

কাপুর পরিবার বলতেই উঠে আসে রাজ কাপুরের প্রসঙ্গ। সম্পর্কে তিনি রণবীরের ঠাকুরদা। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান এবং পুরনো ফিল্ম, অভিনেতা অভিনেত্রীদের নিয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে রণবীরের।সম্প্রতি ৫৫ তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে রাজ কাপুরের সম্পর্কে নানান কথা শেয়ার করেন রণবীর (Ranbir Kapoor)। সেই সঙ্গে পারিবারিক কিছু মুহূর্তের কথাও তিনি তুলে ধরেন সকলের সামনে।

Ranbir Kapoor sang this song for raha for the first time

ডেটিংয়ের সময় শুনিয়েছিলেন আলিয়াকে: কথোপকথনের মাঝে রণবীর (Ranbir Kapoor) শেয়ার করেন তাঁর সবথেকে প্রিয় গান। ছোট থেকেই গানটি শুনে আসছেন তিনি। আর সেটাই এখনো পর্যন্ত তাঁর সবথেকে প্রিয় গান হয়ে রয়েছে। গানটি হল ‘আনাড়ি’ ছবির ‘কিসি কি মুসকুরাহাটো পে হো নিসার’। রণবীর (Ranbir Kapoor) জানান, আলিয়াকে এই গানটি গেয়েই শুনিয়েছিলেন তিনি। ২০১৪ তে ‘হাইওয়ে’র শুটিংয়ের সময় এই গানটি গেয়ে আলিয়াকে শুনিয়েছিলেন রণবীর।

আরো পড়ুন : বিদেশের মাটিতে উড়ল বাংলা ছবির জয়ধ্বজা, হাউজফুল সিডনি-নিউজিল্যান্ডে! ৫০ দিন পেরিয়েও অপ্রতিরোধ্য ‘বহুরূপী’

এখন মেয়েকে শোনান এই গান: শুধু প্রেম জীবনের নয়, এই গান রণবীরের (Ranbir Kapoor) আরো বহু বিশেষ মুহূর্তের সাক্ষী। মেয়ে রাহাকেও প্রথম এই গানটিই গেয়ে শোনান তিনি। নিজের বা আলিয়ার কোনো ছবির সুপারহিট ট্র্যাক নয়, বহু পুরনো এই ক্লাসিক গানই জড়িয়ে রয়েছে রণবীরের হৃদয়ের সঙ্গে।

আরো পড়ুন : মাত্র ১৯-এই বলিউড ডেবিউ, রাজকুমারী বেশে ভাইরাল ফটোশুটে মন কাড়লেন রবীনা-কন্যা

১৯৫৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘আনাড়ি’ ছবির গান এটি। রাজ কাপুরের সঙ্গে ছবিতে ছিলেন ললিতা পাওয়ার এবং নূতন। গানটি কম্পোজ করেছিলেন শঙ্কর জয় কিষাণ এবং গানটি গেয়েছিলেন মুকেশ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর