ক্লাস এইটেই প্রথম সম্পর্ক, ডেটে ক্রন্দনরত প্রেমিকার মুখের উপ‍রেই যা বলেছিলেন রণবীর!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড (bollywood) তারকাদের মধ‍্যে ‘মোস্ট এলিজিবল ব‍্যাচেলর’দের তালিকায় প্রথম দিকেই নাম থাকবে রণবীর কাপুরের (ranbir kapoor)। দীপিকা পাডুকোন, ক‍্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে (relation) জড়ানোর পর এবার আলিয়া ভাটের পাশে আপাতত থিতু হয়েছেন তিনি। তবে তাঁর যেমন ‘ট্র‍্যাক রেকর্ড’ তাতে নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না নেটিজেনরা।

অবশ‍্য রণবীরের ব‍্যক্তিগত জীবনে সম্পর্ক নিয়ে এই অনিশ্চয়তা নতুন নয়। তিনি যখন ক্লাস এইটে পড়েন তখনি নাকি প্রথম সম্পর্কে জড়ান রণবীর। নিজের প্রথম প্রেমিকা সম্পর্কে এক বিষ্ফোরক মন্তব‍্য করেন অভিনেতা। সেই পুরনো ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়ায়‌।

একবার কপিল শর্মা শো তে এসেছিলেন রণবীর। সেখানেই তাঁর এক অনুরাগী তাঁর প্রথম প্রেমিকা সম্পর্কে প্রশ্ন করেন। উত্তরে রণবীর জানান, তিনি যখন অষ্টম শ্রেণিতে পড়েন তখনি তাঁর প্রথম সম্পর্ক হয়েছিল। একবার এক বন্ধুর ছাদে পার্টিতে ছিলেন তিনি। হঠাৎ করেই তিনি দেখেন এক কোনায় দাঁড়িয়ে মেয়েটি কাঁদছে।

রণবীর এগিয়ে গিয়ে তাকে প্রশ্ন করেন, কি হয়েছে। উত্তরে মেয়েটি জানায়, সে রণবীরকে বিশ্বাস করে না। হঠাৎ মেয়েটির এমন উত্তরে হতবাক হয়ে যান রণবীর। সেই সময়ে অষ্টম শ্রেণিতে পড়া রণবীরের মাথায় বুদ্ধি আসেনি কিভাবে মেয়েটির বিশ্বাস ফেরত পাওয়া যায়।

https://www.instagram.com/p/CGIXYoBh0K2/?igshid=12e7vq7qi3sb3

তাই তিনি হিরো সুলভ ভঙ্গিতে তার দিকে হাত বাড়িয়ে বলেন, এবার কি মেয়েটি তাকে বিশ্বাস করবে। কপিল এরপর রণবীরের কাছে জানতে চান, তারপর কি হল। উত্তরে অভিনেতা বলেন, মেয়েটি আর কোনোদিন তাঁর সঙ্গে ডেটে যায়নি। রণবীরের এই ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

X