বাংলাহান্ট ডেস্ক: আশার মুখ দেখিয়েও হতাশ করলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। চার বছর পর ‘শামশেরা’ (Shamshera) ছবির হাত ধরে বলিউডে প্রত্যাবর্তন করেছিলেন ঋষি পুত্র। প্রথম দ্বৈত চরিত্র, উপরন্তু বাবা হওয়ার সুখবর দিয়ে ব্যাপক হাইপ তৈরি হয়েছিল। কিন্তু দর্শকদের আশার ফানুস ফুস করে দিলেন রণবীর। বলিউডের ট্রেন্ড মেনে প্রথম দিনেই ধুলোয় গড়াগড়ি খেল শামশেরা।
২২ জুলাই মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত শামশেরা। প্রথম দিনে প্রায় ১০.২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি যা যশ রাজ ফিল্মস প্রযোজনা সংস্থার অন্যান্য ছবিগুলির থেকেও কম। কয়েক সপ্তাহ আগে মুক্তিপ্রাপ্ত চূড়ান্ত ফ্লপ ‘সম্রাট পৃথ্বীরাজ’ও ১০.৭ কোটি টাকা দিয়ে ওপেনিং করেছিল।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ একটি তালিকা প্রকাশ করেছেন যেখানে চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির ওপেনিং এর নিরিখে বেশি থেকে কমের দিকে সাজানো হয়েছে। শীর্ষে রয়েছে বলিউডকে ভরাডুবির হাত থেকে বাঁচানো ‘ভুলভুলাইয়া ২’। তারপরেই রয়েছে অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’। তারপর সম্রাট পৃথ্বীরাজ এবং গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি। রণবীরের স্ত্রী আলিয়া ভাটও টেক্কা দিয়ে বেরিয়ে গিয়েছেন।
করোনা পরবর্তী সময়ে শামশেরাই দ্বিতীয় ছবি যা সবথেকে বেশি হল পেয়েছে। প্রায় ৪০০০ এরও বেশি হলে চলছে রণবীরের ছবি। কিন্তু ফলাফল ভাল হয়নি। পরিস্থিতি এমন যে সকাল এবং দুপুরের বেশ কিছু শো বাতিল হয়ে গিয়েছে দর্শক না থাকার কারণে।
এমন পরিস্থিতিতে রণবীরের পরবর্তী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়েও আশঙ্কা দানা বেঁধেছে। শামশেরা যে ফ্লপ হতে চলেছে তার আভাস মিলেছে প্রথম দিনেই। কিন্তু ব্রহ্মাস্ত্র রণবীরের কেরিয়ারের অন্যতম বড় ছবি হতে চলেছে। প্রায় ৩০০ কোটি টাকা বাজেটের ছবি বক্স অফিসে যদি এমন ভাবেই মুখ থুবড়ে পড়ে তাহলে তা রণবীরের কেরিয়ারের পক্ষে খুব একটা সুবিধাজনক হবে না।