‘ধুম ৪’ এর ট্রাম্প কার্ড, হ্যান্ডসাম ভিলেন হয়ে পর্দা কাঁপাবেন রণবীর, জন্মদিনে বড় ধামাকা

বাংলাহান্ট ডেস্ক : ‘উপরওয়ালা যব ভি দেতা, দেতা ছপ্পর ফাঁড়কে’, একথা সত্যি হয়ে গিয়েছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) ক্ষেত্রে। সেই যে সুদিন শুরু হয়েছে অভিনেতার, তা এখনো চলছে। ফ্লপের বলিউডে লাভের মুখ দেখিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’। তারপর ‘তু ঝুটি ম্যায় মক্কার’ও বেশ সাড়া ফেলেছিল দর্শক মহলে। তবে রণবীরের (Ranbir Kapoor) কেরিয়ারে সবথেকে বড় ব্রেক গুলির মধ্যে অন্যতম ছিল ‘অ্যানিম্যাল’। এবার মুকুটে নতুন পালক জুড়তে চলেছে রণবীরের (Ranbir Kapoor)।

ধুম ৪ এ এবার রণবীর (Ranbir Kapoor)

২৮ শে সেপ্টেম্বর, শনিবার ৪২ এ পা দিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। আর এদিনই এল বড় সুখবর। এবার ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির জগতে পা রাখতে চলেছেন রণবীর (Ranbir Kapoor)। আসন্ন ‘ধুম ৪’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। ধুম ফ্র্যাঞ্চাইজির ছবিগুলিতে ভিলেনই হিরো। সমস্ত লাইমলাইট তার উপরেই। এর আগে খলনায়ক হিরোর ভূমিকায় নিজেদের ছাপ রেখেছেন জন আব্রাহাম, হৃতিক রোশন এবং আমির খান। তাঁদের জুতোয় পা গলিয়ে দৌড়াতে পারবেন তো রণবীর (Ranbir Kapoor)?

আরো পড়ুন : এক ধাক্কায় গল্প এগোলো সাত বছর, নায়ক নায়িকার মাঝে ফুটফুটে সন্তান, সিরিয়ালের TRP-র কী হাল?

নিজেই অভিনয়ের ইচ্ছা প্রকাশ রণবীরের

ধুম ৪ এ কাকে দেখা যাবে মুখ্য চরিত্রে, এ নিয়ে জল্পনা কম হয়নি। উঠে এসেছিল শাহরুখ খান, দক্ষিণী তারকা সুরিয়ার মতো নামও। অবশেষে হল জল্পনার অবসান। যেমনটা শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়ার নাকি অনেকদিন আগে থেকেই এ বিষয়ে আলোচনা হচ্ছিল রণবীরের (Ranbir Kapoor)। এমনকি অভিনেতা নাকি নিজে থেকেই এই ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর প্রযোজকেরও পছন্দ ছিলেন তিনি। ফলে উভয়ের সম্মতিতেই মুখ্য চরিত্রে রণবীর (Ranbir Kapoor)।

আরো পড়ুন : ‘গালাগালিটা যেন একটু…’, দুর্গা মায়ের একটাই প্রার্থনা রচনার

থাকছেন আর কারা

চোর পুলিশের এই রেস শুরু হয়েছিল ২০০৪ সালে। প্রথম ছবি থেকেই জনপ্রিয়তা ধরে রেখেছে ধুম। খলনায়ক বারবার বদলালেও পুলিশের চরিত্রে টিকে ছিলেন অভিষেক বচ্চন। কিন্তু এবার নাকি বদল আসছে সেখানে। থাকছেন না উদয় চোপড়াও। তার বদলে বলিউডের দুই জনপ্রিয় মুখকে নাকি দেখা যাবে ছবিতে। তাঁরা কারা তা অবশ্য স্পষ্ট হয়নি এখনো।

Ranbir Kapoor

প্রসঙ্গত, রণবীরের ঝুলিতে রয়েছে আরো একটি বড় প্রোজেক্ট। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’এ মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। রামচন্দ্রের লুকে রণবীরের ছবি প্রকাশ্যে আসতেই বেড়েছে দর্শকদের আগ্রহ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর