পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে লুকিয়ে… ‘কুকম্ম’ করতে গিয়ে ধরা পড়েন রণবীর! কেরিয়ার লাটে ওঠে নায়িকার

বাংলাহান্ট ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor) নাম যতজন অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন মাহিরা খান। পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবিও ভাইরাল হয়েছিল তাঁর। রণবীর (Ranbir Kapoor) তো মানে মানে কেটে পড়েছিলেন, কিন্তু সে সময়ে মাহিরার উপর দিয়ে কী ঝড় বয়ে গিয়েছিল তা সম্প্রতি প্রকাশ করলেন অভিনেত্রী। তিনি ভেবেছিলেন, সবকিছু বুঝি শেষ হয়ে গেল।

রণবীরের (Ranbir Kapoor) সঙ্গে ছবি ভাইরাল হয় মাহিরার

বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে সুখে সংসার করছেন রণবীর। তবে একসময় বহু নারীসঙ্গই করেছেন তিনি। তার মধ্যে কয়েকজন অভিনেত্রীর ব্যক্তিগত জীবন এলোমেলো হয়ে গিয়েছিল তাঁর জন্য। মাহিরাও রয়েছেন এই তালিকায়। রণবীরের (Ranbir Kapoor) সঙ্গে যখন তাঁর ব্যক্তিগত ছবি ভাইরাল হল, প্রচণ্ড রোষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। ব্যক্তিগত স্তরেও অনেক কিছু ঘটে গিয়েছিল মাহিরার সঙ্গে।

Ranbir Kapoor was caught doing this with this pakistani actress

কেরিয়ার নিয়ে চিন্তায় পড়েছিলেন অভিনেত্রী: সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “যখন ছবিগুলি প্রকাশ্যে এল, একটা প্রতিবেদন বেরিয়েছিল ‘দ্য লিটল হোয়াইট ড্রেস’ নামে। প্রতিবেদনটা কতটা ভালো তা আমি তখন দেখতে পাইনি। আমি তখন ওটা পড়ে ভেবেছিলাম, ‘আমার কেরিয়ার কি শেষ?'” মাহিরা আরো বলেন, সেখানে লেখা ছিল, তিনি যে সাফল্য অর্জন করেছেন, তা পাকিস্তানের অন্য কেউ পারেনি। কিন্তু এখন সেসব কিছু শেষ। এবার তাঁর কী হবে?

আরো পড়ুন : অস্কার থেকে ‘লাপাতা’ লেডিস, ইমন কি রাখতে পারলেন বাঙালির মুখ? প্রকাশ্যে অস্কারের সংক্ষিপ্ত তালিকা

ব্যক্তিগত জীবনেও ওঠে ঝড়: তবে কোথাও মাহিরার মনের মধ্যে একটা স্বর বলে উঠেছিল, এই সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। তবে সময়টা যে খুব কঠিন ছিল তা স্বীকার করেছেন অভিনেত্রী। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করত না তাঁর। প্রতিদিন কান্নাকাটি করতেন। মাহিরা বলেন, এর প্রভাব তাঁর পেশাগত এবং ব্যক্তিগত জীবনেও পড়েছিল। তবে ব্যক্তিগত জীবনে তাঁর এবং তাঁর সন্তানের জন্য যেটা ঠিক তিনি সেটাই করেছিলেন। আর পেশাগত জীবনে চুপ থাকাটাই শ্রেয় মনে করেছিলেন মাহিরা।

আরো পড়ুন : আলবিদা অশ্বিন! বড়সড় ধাক্কা আন্তর্জাতিক ক্রিকেটে, চোখের জলে বিদায় ভক্তদের

বেশ কয়েক বছর আগে নিউ ইয়র্কের রাস্তায় রণবীরের (Ranbir Kapoor) সঙ্গে ধূমপানরত অবস্থায় লেন্সবন্দি হন মাহিরা খান। তাঁদের মধ্যে সম্পর্কের গুঞ্জন ছিল আগে থেকেই। ওই ছবিগুলি বিতর্কের আগুনে আরো ঘি সংযোগ করে। একে তো তিনি ছিলেন ডিভোর্সি, এক সন্তানের মা। উপরন্তু রণবীরের (Ranbir Kapoor) সঙ্গে পরকীয়ার গুঞ্জন এবং ধূমপানের জন্য তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল মাহিরাকে। তার আগে শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে কাজ করেছিলেন তিনি। তবে ভারতে পাক শিল্পীদের কাজ করা বন্ধ হওয়ার পর থেকে আর কোনো বলিউড ছবিতে অভিনয় করেননি মাহিরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর