বন্ধু-পত্নির সঙ্গেও পাঁচ বছরের প্রেম, সাধে কী ‘প্লে বয়’ তকমা জুটিয়েছেন রণবীর!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রণবীর কাপুর (ranbir kapoor), বলিউডের প্রথম সারির এই অভিনেতার কেচ্ছা কাহিনি বড় কম নয়। একাধিক বান্ধবী, প্রেমিকার জন‍্য যথেষ্ট দুর্নামও রয়েছে তাঁর। নিন্দুকরা নাম দিয়েছেন ‘প্লে বয়’। দীপিকা পাডুকোন, ক‍্যাটরিনা কাইফ এই দুই অভিনেত্রীর সঙ্গেই প্রেমের ‘নাটক’ সেরে ফেলেছেন রণবীর। আপাতত আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে বিয়েও নাকি তাড়াতাড়িই সেরে ফেলবেন দুজন।

এ তো গেল খাতায় কলমে প্রেমিকারা। কিন্তু এছাড়াও একাধিক সম্পর্কে রণবীর জড়িয়েছিলেন বলে কানাঘুঁষো শোনা যায় বলিপাড়ায়। এর মধ‍্যে একজন হলেন অবন্তিকা, অভিনেতা ইমরান খানের প্রাক্তন স্ত্রী। অবন্তিকার সঙ্গেও নাকি এক সময় উথাল পাথাল প্রেম ছিল ঋষি-পুত্রের। টানা পাঁচ বছর চুটিয়ে প্রেমও করেছেন অবন্তিকা ও রণবীর।


অবশ‍্য সে সম্পর্কও চিরদিনের জন‍্য টেকেনি অভিনেতার। রণবীরের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরপরই ইমরানের প্রেমে পড়েন অবন্তিকা। তবে রণবীর ও ইমরানের যে মুখ দেখাদেখি বন্ধ ছিল এমনটাও কিন্তু নয়। দিব‍্যি বন্ধু ছিলেন দুজনে। ইমরানকেই বিয়ে করেন অবন্তিকা। এক মেয়েও হয় তাঁদের। কিন্তু ইমরান অভিনয় থেকে বিদায় নেওয়ার পরেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।


অবন্তিকার বক্তব‍্য ছিল, ইমরান অভিনয় থেকে সরে গিয়ে পরিচালক হতে চাইছেন। কিন্তু এখনো কোনো কাজই শুরু করেননি তিনি। অপরদিকে অভিনয় থেকে সরে যাওয়ায় টান পড়েছে তাদের সংসারে। অবন্তিকা অভিযোগ করেন, বলিউড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর ইমরানের জমানো টাকা দিয়েই সংসার চলতো তাদের। কিন্তু এখন আর তা চলছে না।

অপরদিকে রণবীর এখন ব‍্যস্ত আলিয়ার সঙ্গে। ব্রহ্মাস্ত্র ছবির শুটিংয়ে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েন তাঁরা। গত বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল রণবীর আলিয়ার। কিন্তু করোনা আবহে তা ভেস্তে যায়। আগামী বছরেই ফেলে রাখা শুভকাজটা তাঁরা সেরে ফেলতে পারেন বলে গুঞ্জন বলিপাড়ায়।

X