৪ বছর আগে অবসর নিলেও জনপ্রিয়তা কমেনি! রাঁচিতে ভারতের ম্যাচে উঠলো ধোনির জয়ধ্বনি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন, তারপর চার বছর কেটে গিয়েছে। কিন্তু তাকে নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উৎসাহটা এক বিন্দুও কমেনি। আজ যখন রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেছিল ভারত, তখন গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনিও। বড় স্ক্রিনে তাকে দেখানো মাত্র গোটা স্টেডিয়াম জুড়ে একটাই আওয়াজ উঠতে থাকে, সেটা হলো, “ধোনি, ধোনি, ধোনি…..”

ভারতের প্রাক্তন ও সবচেয়ে সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি আইপিএল শুরুর আগে আপাতত নিজের শহরে এই টুকটাক অনুশীলন সারছেন। তার শহরে ভারতীয় দলের ম্যাচ হওয়ায় দলের থেকে আর দূরে থাকতে পারেননি তিনি। গোটা গ্যালারি আজ যখন তার নামে জয়ধ্বনি দিচ্ছিল তখন নিজের স্ত্রীয়ের সঙ্গে গল্প থেকে কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়ান মাহি।

এর একদিন আগে ভারতীয় দলের সঙ্গে দেখা করতে ড্রেসিংরুমে উপস্থিত হয়েছিলেন তিনি। তাকে দেখে তরুণ ক্রিকেটাররা অত্যন্ত উৎসাহের সঙ্গে এগিয়ে আসে এবং তার কাছ থেকে কিছু পরামর্শ নিতে থাকেন। পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, ঈশান কিষান সকলেই তার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলেন এমনটা বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতেই দেখা গিয়েছে।

ধোনির সঙ্গে কি বিষয়ে আলোচনা হয়েছে সেই নিয়ে হার্দিককে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “ধোনি রাঁচিতেই ছিল এটা আমাদের পক্ষে ভালো ব্যাপার, আমরা তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। আমি মাহি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমি তার ক্রিকেট জ্ঞান এর মধ্যে থেকে অনেকটাই নিজের মধ্যে শুষে নিয়েছি।”

কিন্তু অনেকেই এখন সেই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। কারণ আজ স্পিন বান্ধব পিচে হার্দিক নিজেকে নিয়ে মোট চার পেসার সহ দল নামান। আর পেসারদের ওভারগুলি কাজে লাগিয়েই নিউজিল্যান্ড লড়াই করার মত একটা স্কোর খাড়া করেছিল। রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে আপাতত বেশ চাপে ভারতীয় দল।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর