ফের চলন্ত ট্রেনে ধোঁয়া! রাঁচি-হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন-আতঙ্ক

বাংলা হান্ট ডেস্কঃ ফের চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক (Fire Panik)। কাকভোরে রাঁচি থেকে হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেসে ছড়ায় আগুন-আতঙ্ক (Ranchi Howrah Intercity Express)। ঝাড়খণ্ডের জনহা স্টেশনের কাছে আজ সকাল ৬টা ২০-তে এই ঘটনা ঘটে।

সূত্রের খবর, এদিন সকালে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই ৬ টা ২০ নাগাদ ট্রেনটি যখন ঝাড়খণ্ডের জনহা স্টেশনের কাছে এসে পৌঁছয় হঠাৎ ট্রেনের বি-টু কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। গোটা কামরায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা ছোটাছুটি করতে শুরু করেন। তবে পরে রেলের তরফে দাবি করা হয় ব্রেকে যান্ত্রিক গোলযোগের কারণেই ধোঁয়া বেরিয়েছিল।

আরও পড়ুন: অপেক্ষার অবসান! তপ্ত গরমেই আজ ঝমঝমিয়ে বৃষ্টি এই ৫ জেলায়, কখন শুরু? আবহাওয়ার খবর

ট্রেনে আগুন লাগেনি বলেই রেলের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখছেন। ঠিক কী কারণে ধোঁয়া বেরোতে শুরু করে সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে রেলের তরফে জানানো হয়েছে।

train

আরও পড়ুন: প্রচারে বেরিয়েই বিপত্তি! হেভিওয়েট TMC প্রার্থী সৌগত রায়কে ঘিরে ধরলেন মহিলারা! তারপর…

পরে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়, তীব্র গরম আর ঘর্ষণের ফলেই ধোঁয়া বেরোতে থাকে। ইতিমধ্যেই তা মেরামত চলছে বলেও জানানো হয়। উল্লেখ্য, বিগত কিছু সময়ে একাধিকবার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত নভেম্বর মাসে দিল্লি থেকে দারভাঙাগামী এক সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন দুর্ঘটনা ঘটেছিল। যার জেরে আহত হয়েছিলেন ১০ জন যাত্রী। সম্প্রতি গত মার্চ মাসেও দানাপুর থেকে লোকমান্য তিলক যাওয়ার পথে দানাপুর-এলটিটি স্পেশাল ট্রেনের বগিতে আগুন লেগে যায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর