বিতর্কিত বীর সাভারকরের জীবনী এবার বড়পর্দায়, প্রথম লুক প্রকাশ‍্যে আনলেন রণদীপ হুডা

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক বায়োপিক (Biopic) তৈরি হচ্ছে বলিউডে (Bollywood)। তারকা থেকে ক্রীড়াবিদ, এমনকি  বারবণিতায় ‘গাঙ্গুবাঈ’ এরও বায়োপিক তৈরি হয়েছে হিন্দি ইন্ডাস্ট্রিতে। বাড়তে থাকা তালিকায় এবার জায়গা করে নিলেন স্বতন্ত্র বীর বিনায়ক দামোদর সাভারকর (Vinayak Damodar Savarkar)। বিপ্লবীর জীবনকাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)।

শনিবার বীর সাভারকরের ১৩৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে ছবির প্রথম মোশন পোস্টার, সেই সঙ্গে সাভারকর হিসাবে নিজের প্রথম লুক প্রকাশ‍্যে আনেন অভিনেতা। মাথায় সাভারকর টুপি, গোল ফ্রেমের চশমি এবং মোটা গোঁফ নিয়ে বিপ্লবীর ভূমিকায় ধরা দিয়েছেন রণদীপ। বায়োপিকের নাম ‘স্বতন্ত্র বীর সাভারকর’।

938923 randeep
মোশন পোস্টারটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ভারতের স্বাধীনতা এবং আত্ম উপলব্ধির জন‍্য লড়াইয়ে অন‍্যতম বিস্মৃত বীরকে কুর্নিশ। আশা করি এমন একজন বাস্তবের বিপ্লবীর চরিত্রে অভিনয় করার চ‍্যালেঞ্জটা আমি নিতে পারব আর তাঁর আসল কাহিনি সকলের সামনে তুলে আনতে পারব যা এতদিন ধামাচাপা পড়ে ছিল।’

একাধারে লেখক, সমাজ সংষ্কারক এবং নামী রাজনৈতিক ব‍্যক্তিত্ব ছিলেন সাভারকর। ভারতে হিন্দুত্বের অন‍্যতম পথপ্রদর্শক হিসাবে ধরা হয় তাঁকে। কিন্তু বীর সাভারকরকে নিয়ে বিতর্ক বড় কম নেই। অনেকেই তাঁকে স্বাধীনতা সংগ্রামীর সম্মান দেন। আবার অনেকের কাছে তিনি শুধুই সাম্প্রদায়িক আদর্শে বিশ্বাসী একজন মানুষ।

https://www.instagram.com/reel/CeFw26gIzFm/?igshid=YmMyMTA2M2Y=

সত‍্যিটা কী তা নিয়ে বিতর্কের অন্ত নেই। তবে এই প্রতিবেদনে তর্ক বিতর্ক নিয়ে আলোচনা নয়। বরং সাভারকরের বায়োপিকের বিষয়ে তথ‍্য দেওয়াটাই উদ্দেশ‍্য। ছবির পরিচালনা করছেন মহেশ মঞ্জরেকর। এমন একটি ঐতিহাসিক এবং বিতর্কিত চরিত্র নিয়ে ছবি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।

এর আগে ‘সরবজিৎ’ এর মতো ছবিতে দুর্দান্ত পারফরম‍্যান্স দিয়েছেন রণদীপ। বীর সাভারকরের বায়োপিকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, “স্বাধীনতা যুদ্ধে অনেক বিপ্লবী, দেশনায়করা নিজেদের অবদান রেখেছেন। কিন্তু সকলে যোগ‍্য সম্মানটা পাননি। এই বিস্মৃত নায়কদের মধ‍্যে বিনায়ক দামোদর সাভারকর হলেন সবথেকে বেশি বিতর্কিত এবং প্রভাবশালী ব‍্যক্তিত্ব যাঁকে ভুল বুঝেছিল মানুষ।” আসল কাহিনি কী সেটাই তুলে আনার চেষ্টা করা হবে বায়োপিকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর