বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কাপুর পরিবার। গত বছর লকডাউনের পর থেকেই একটার পর একটা খারাপ খবর এসেই চলেছে। গত বছর লকডাউন চলাকালীনই প্রয়াত হন ঋষি কাপুর।
তারপর এক বছরও কাটতে পারেনি, হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন কাপুর খানদানের সবথেকে ছোট ভাই রাজীব কাপুর। ছোট দুই ভাইয়ের মৃত্যু একেবারে নাড়িয়ে দিয়ে গিয়েছে বর্ষীয়ান রণধীর কাপুরকে (randhir kapoor)। এবার করোনার (corona) দ্বিতীয় ঢেউতে আক্রান্ত হলেন তিনিও।
জানা গিয়েছে, বুধবার রাত্রে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হন রণধীর। তারপরেই করোনা পরীক্ষা করা হয় তাঁর। রিপোর্ট আসে পজিটিভ। ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়ে গিয়েছে বর্ষীয়ান অভিনেতার। জানা গিয়েছে, এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
অতি সম্প্রতি করোনার বাড়বাড়ন্ত নিয়ে বলতে গিয়ে নেটিজেনদের আক্রমণের শিকার হয়েছেন করিনা। ক্রমশ বাড়তে থাকা করোনার জন্য প্রত্যেকটা সাধারন মানুষকেই দায়ী করে বসেছেন তিনি। একটি পোস্ট শেয়ার করেছেন তিনি নিজের ইনস্টা হ্যান্ডেলে।
সেখানে অভিনেত্রী লিখেছেন, ‘আমি ভাবতেও পারছি না যে এখনো কিছু মানুষ আমাদের দেশের বর্তমান অবস্থাটা বুঝছে না। এরপর যখন মাস্ক ছাড়া বা থুতনিতে মাস্ক পরে বাইরে বেরোবেন তখন আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কথা একটু চিন্তা করবেন। ওরা শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়ছে। যারা যারা এটা পড়ছে সকলেই শৃঙ্খল ভাঙার জন্য দায়ী।’
এর ফলও যা সবার তাই হয়েছে। করিনাকে কার্যত তুলোধনা করেছে নেটিজেনরা। শুধু সাধারন মানুষকেই দায়ী করছেন করিনা। অন্যদিকে যখন তারকারা বিদেশে গিয়ে পার্টি করে আসছেন তখন করোনা ছড়াচ্ছে না প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এসব বলার আগে নিজের ভাইকে সামলান। সেও তো কদিন আগে প্রেমিকাকে নিয়ে মালদ্বীপ ঘুরে এল।’ আবার আরেকজন লিখেছেন, ‘এসব লেখার বদলে নিজের দেশকে একটু সাহায্য করুন।’