বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালে (Bengali Serial) এমন অনেক দৃশ্যই দেখানো হয়েছে যা মিম মেটিরিয়াল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেক সময়ে গল্পের গরু গাছে ওঠারও অভিযোগ উঠেছে। আবার অনেক সময়ে গল্পে কমিক রিলিফের জন্য এমন সব কাণ্ড ঘটানো হয়েছে যে সেটা নিয়েও তৈরি হয়েছে মিম। ফলস্বরূপ ট্রোলের মুখে পড়েছে সেই সিরিয়াল। এবার তালিকায় জুড়ল ‘রাঙা বউ’ (Ranga Bou) এর নাম।
কয়েক মাস হল শুরু হয়েছে জি বাংলার এই সিরিয়াল। ‘ত্রিনয়নী’ সিরিয়ালের নায়ক নায়িকা গৌরব রায়চৌধুরী এবং শ্রুতি দাসের জুটিকে আবারো ফিরে পেয়েছে দর্শকরা। উপরন্তু অনেক দিন পর কোনো সিরিয়ালে সুযোগ পেয়েছেন শ্রুতি। তবে তাঁর কামব্যাকের পর থেকেই ট্রোলড হয়ে চলেছেন অভিনেত্রী। সিরিয়ালে তাঁর চরিত্রটির জন্যও মাঝে মাঝে হাসির খোরাক হতে হয় ‘পাখি’কে।
সম্প্রতি এক পর্বে রাঙা বউয়ের ইংরেজির বহর শুনে ফের শুরু হয়েছে ট্রোল। ননদের লেখা ইংরেজি চিঠি পড়তে গিয়ে অবস্থা খারাপ পাখির। ‘সুপার ওম্যান’কে ‘সুপুরি উইমুই’ শুনেই হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় দর্শকদের। আসলে সিরিয়ালের গল্প অনুযায়ী, পাখি তেমন পড়াশোনা করার সুযোগ পায়নি। ছোট থেকে মামা মামির লাথি ঝাঁটা খেয়েই বড় হয়েছে সে। ইংরেজি পড়তে পারেই না পাখি।
তাছাড়া পর্বে দেখানো হয়, ননদের মন ভাল করতেই আরো হাস্যকর ভাবে ইংরেজি উচ্চারণ করে পাখি। তবে এই দৃশ্যটি নিয়ে ইতিমধ্যেই হাসাহাসি শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। রাঙা বউয়ের ইংরেজি শুনে হাসি চাপতে পারেননি দর্শকরা।
তবে বারবার ট্রোলের মুখে পড়লেও রাঙা বউ সিরিয়ালের জনপ্রিয়তার কথা কিন্তু অস্বীকার করা যায় না। প্রথম থেকে ভাল টিআরপি তুললেও মাঝে মাঝে প্রথম পাঁচেও উঠে আসছে এই সিরিয়াল। পাখি কুশের রসায়ন বেশ পছন্দ করছেন দর্শকরা। ত্রিনয়নীর স্মৃতি উসকে দিচ্ছে এই জুটি।