নতুন শিরোপা ‘রঙ্গবতী’র, ইমন চক্রবর্তীর গাওয়া গান পেরোলো ১৫০ মিলিয়ন ভিউ!

বাংলাহান্ট ডেস্ক: বছর শেষ হতে আর খুব বেশিদিন বাকি নেই। ২০২০ তে অনেক মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। একের পর এক দুঃসংবাদ বয়ে এনেছে এই অভিশপ্ত বছর। তবে বছর যেতে যেতে এক সুখবরই দিয়ে গেল। নতুন স্বীকৃতি পেল ইমন চক্রবর্তীর (iman chakraborty) গাওয়া ‘গোত্র’ ছবির গান রঙ্গবতী (rangabati)।

১৫০ মিলিয়ন ভিউ হয়ে গিয়েছে গোত্র ছবির এই গানে। এবার রঙ্গবতীকে চলতি বছরের সেরা গানের শিরোপা দিল এফএএফডিএ ২০২০। ইমনের কণ্ঠে এই গান মুক্তির পর থেকেই তুমুল জনপ্রগয় হয়েছিল। এতদিনেও তার জনপ্রিয়তা কমেনি। এখনো পর্যন্ত ১৫০ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এই গানের ভিডিও।

70673799
সুখবরটা পেয়ে স্বাভাবিক ভাবেই খুব খুশি গায়িকা ইমন চক্রবর্তী। গানের সুরকার তথা অপর গায়ক সুরজিৎ চট্টোপাধ‍্যায় এবং গোত্রর পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ‍্যায় ও নন্দিতা রায়কে ধন‍্যবাদ জানান তিনি। এর আগে এই জুটির পরিচালিত প্রাক্তন ছবিতে গান গেয়ে জাতীয় পুরস্কার পান ইমন।

ইমনের কথায়, “কোনো জনপ্রিয় গান আবার নতুন করে গাওয়া যেকোনো গায়ক গায়িকার কাছেই যথেষ্ট চ‍্যালেঞ্জের ব‍্যাপার। রঙ্গবতী আমাকে সেই চ‍্যালেঞ্জটা পেরোনোর স্বীকৃতি দিল। আমার গাওয়া গান যে সবাই এতটা পছন্দ করল সেটাই অত‍্যন্ত আনন্দের বিষয়।”

গোত্র ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ‍্যায় বলেন, রঙ্গবতীই প্রমাণ করে দেয় যে বাংলা ছবির গানও এত জনপ্রিয় হতে পারে। ১৫০ মিলিয়ন ভিউ করার ক্ষমতা রাখে। এতে শুধুমাত্র হিন্দি ও দক্ষিণী ছবির গানেরই অধিকার নেই। সেই সঙ্গে এই আশাও আবার মনে জাগল যে বছরটা শুধু খারাপ বিষয় দিয়েই শেষ হতে পারে না।

প্রসঙ্গত, সম্প্রতি মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র (madrid international film festival) উৎসবে দু দুটি পুরস্কার জিতে নেয় পরিচালক অতনু ঘোষের ছবি ‘রবিবার’। সোশ‍্যাল মিডিয়ায় নিজেই এই সুখবর জানিয়েছেন পরিচালক।

অতনু ঘোষের এই ছবিতেই প্রথম বারের জন‍্য জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় (prasenjit chatterjee) ও জয়া আহসান (jaya ahsan)। এই দুই তুখোড় অভিনেতা অভিনেত্রী যে একসঙ্গে ছবিতে ম‍্যাজিক দেখাবেন তা নিয়ে কারোর সন্দেহের অবকাশ ছিল না। আর হলও তাই। প্রথম ছবিতেই ছক্কা হাঁকিয়েছেন প্রসেনজিৎ জয়ার জুটি।

সোশ‍্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়ে নিজেই পোস্ট করেন পরিচালক অতনু ঘোষ। বাদ যাননি জয়া আহসানও। একটি ভিডিও বার্তায় ধন‍্যবাদ জ্ঞাপন করে তিনি লেখেন, মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার। আমার ছবি ‘রবিবার’ এর জন‍্য আরো দুটো পুরস্কার। বিদেশি ভাষার ছবির জন‍্য সেরা অভিনেত্রীর পুরস্কার ও ওই ক‍্যাটেগরিতেই সেরা অরিজিনাল স্ক্রিনপ্লের জন‍্য পুরস্কার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর