বাংলাহান্ট ডেস্ক: রঙ্গোলি চান্দেলের নামের সঙ্গে বিতর্ক কথাটা প্রায় ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে। প্রতিটা বিষয়েই আগ বাড়িয়ে নিজের মতামত জাহির করা ও অন্য তারকাদের তীব্র ভাষায় আক্রমণ করা প্রায় নিত্যদিনের রুটিন রঙ্গোলির। প্রতিবারের মতো এবারও বিতর্কে জড়িয়েছেন বা বলা ভাল বিতর্কের সূত্রপাত করেছেন তিনি। এবারে তাঁর নিশানা ফোর্বস ইন্ডিয়া। বোন কঙ্গনা রানাওয়াতের বার্ষিক আয়ের অঙ্ক ভুল দেওয়াতে কার্যত ফোর্বস ইন্ডিয়াকে তুলোধনা করলেন রঙ্গোলি।
সম্প্রতি একটি তালিকা প্রকাশ্যে এনেছে ফোর্বস ইন্ডিয়া যেখানে চলতি বছরে সবথেকে বেশি আয়ের নিরিখে স্থান পেয়েছেন তারকারা। সেই তালিকায় ৭০ তম স্থানে রয়েছে কঙ্গনার নাম। ২০১৯-এ তাঁর আয়ের অঙ্ক দেখানো হয়েছে ১৭.৫ কোটি। বিষয়টা নজরে আসতেই ফুঁসে ওঠেন কঙ্গনার দিদি রঙ্গোলি। টুইটে ফোর্বস ইন্ডিয়াকে ‘প্রতারক’ বলে অভিহিত করে তিনি লেখেন, ‘আমি ওদের প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছি, যেসব তারকাদের আয়ের অঙ্ক লিখেছেন পত্রিকায় সেগুলো প্রমাণ করে দেখান।’ তিনি আরও জানান, ফোর্বসের উল্লেখ করা আয়ের অঙ্কের থেকেও বেশি অর্থ কঙ্গনা দেশকে আয়কর দেয়।
https://twitter.com/Rangoli_A/status/1207668387041726465
https://twitter.com/Rangoli_A/status/1207670544298065922
রঙ্গোলি জানান, তাঁর বোন নিজেও জানেন না এই বছরে তিনি কত আয় করেছেন। শুধুমাত্র তিনি ও কঙ্গনার হিসাব রক্ষকরা জানেন। সেসব খুবই গোপনীয় তথ্য। তাঁরাই কঙ্গনাকে জানান এগুলো। এখানেই থেমে থাকেননি রঙ্গোলি। সাংবাদিক ও ফোর্বস ইন্ডিয়াকে একহাত নিয়ে তিনি লেখেন, ‘এখনও এই অর্থবর্ষ শেষও হয়নি আর ইতিমধ্যেই সাংবাদিকরা এমন ভাব করছেন যেন গোটা ইন্ডাস্ট্রির সবার হিসাবপত্র রয়েছে তাঁদের কাছে। ফোর্বস ইন্ডিয়া যদি আমাকে তাদের সূত্রের খোঁজ দেয় তাহলে আমিও ক্ষমাপ্রার্থনা করতে রাজি আছি। কিন্তু গাঁজা খেয়ে এইভাবে যা খুশি আপনারা লিখতে পারেন না।‘
https://twitter.com/Rangoli_A/status/1207670704755367941
https://twitter.com/Rangoli_A/status/1207670889422163979
প্রসঙ্গত, ফোর্বস ইন্ডিয়ার প্রকাশিত ওই তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন বিরাট কোহলি। তৃতীয় স্থানে রয়েছেন সলমন খান। এছাড়াও অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাট, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, সারা আলি খান সহ আরও অনেকেই জায়গা করে নিয়েছে এই তালিকায়।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!