নিজের ছেলেকে সবাই বোন কঙ্গনার সন্তান ভাববে, ভয় পেয়েছিলেন রঙ্গোলি

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বোনেদের জুটির মধ্যে অন্যতম পরিচিত জুটি হলেন রঙ্গোলী চান্দেল ও কঙ্গনা রানাওয়াত। যেমন সব জায়গায় একসঙ্গে দেখা যায় তাঁদের, তেমনই আবার সব বিষয়েই কঙ্গনার হয়ে মুখ খুলতে দেখা যায় দিদি রঙ্গোলী চান্দেলকে। তাঁর এই স্বভাবের জন্য প্রায়ই বিতর্কের সম্মুখীন হতে হয়েছে তাঁকে।

kangana ranaut on marriage emotionally financially spiritually i should do better with my partner 2

কিন্তু একসময় কঙ্গনার জন্যই একরকম নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন রঙ্গোলী। ছেলেকে ঘিরে দুশ্চিন্তা দেখা দিয়েছিল তাঁর মনে। তিনি ভেবেছিলেন তাঁর ছেলেকে সবাই কঙ্গনার সন্তান বলেই ভাববে। সম্প্রতি তাঁর আশঙ্কার কথা ফাঁস করেছেন বোন কঙ্গনা রানাওয়াত।

https://www.instagram.com/p/B4HtmVAp-BT/?utm_source=ig_web_copy_link

২০১৭ সালে রঙ্গোলীর কোলে আসে তাঁর ছেলে পৃথ্বীরাজ। কঙ্গনা জানান, তার জন্মের পরেই এমন দুশ্চিন্তা শুরু হয় রঙ্গোলীর। তিনি নাকি হাসপাতালের বেডে শুয়েই কঙ্গনাকে জানান তাঁর এই চিন্তার কথা। কঙ্গনার কথায়, “ও হাসপাতালের বেডে শুয়েই আমাকে আমাকে পৃথ্বীর ছবি পাঠায়। বলে, ও এই মুহূর্তে ওর ও ছেলের ছবি পোস্ট করতে চায় সোশ্যাল মিডিয়ায়। এই কথা শুনে আমি অবাক। বলি, এত তাড়া কিসের?  দিদি বলে, কারন কালকেই সবাই বলবে ও আমার সন্তান নয়। ও এমনিতেই তোর মতো ফরসা, তার ওপর তোর মতো কোকড়া চুল। সবাই বলবে তোর বাচ্চা তুই আমায় দিয়ে দিয়েছিস। দিদির এই কথা শুনে আমার কী হাসি!”

https://www.instagram.com/p/B4Hr40kpbb8/?utm_source=ig_web_copy_link

অবশ্য প্রথমে রঙ্গোলির কথা হেসে উড়িয়ে দিলেও পরে কঙ্গনা ভেবে দেখেন, সত্যিই বোনপো পৃথ্বীরাজের সঙ্গে তাঁর মুখের অনেকটাই মিল রয়েছে। এমনকি বাড়ি ফিরেও নাকি রঙ্গোলি বলেছিলেন, “ওকে আমার সন্তান বলে মনেই হয়না”। এই কারনেই মিডিয়াকে ভয় পেয়েছিলেন রঙ্গোলি। এখন অবশ্য সেই ভয়টা কাটিয়ে উঠেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছেলের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর