বাংলাহান্ট ডেস্ক : বলিউডের সফল অভিনেত্রী রানি মুখার্জি (Rani Mukerji)। হিন্দি ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় নায়িকাদের মধ্যে তিনি একজন। নব্বইয়ের দশকের সিনেপ্রেমীদের কাছে রানির (Rani Mukerji) জনপ্রিয়তা তুঙ্গে। দীর্ঘদিন দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি বলিউডে। কিন্তু পেশাগত জীবন উজ্জ্বল হলেও ব্যক্তিগত জীবনে বড়সড় হোঁচট খেয়েছিলেন তিনি। গর্ভপাতের মতো হৃদয়বিদারক ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।
গর্ভেই সন্তানকে হারান রানি (Rani Mukerji)
মাতৃত্বের অভিজ্ঞতা যেকোনো নারীর জীবনেই অমূল্য। রানির (Rani Mukerji) জীবনেও হয়েছে এই অভিজ্ঞতা। একবার নয়, দুবার। তবে দ্বিতীয় বার সন্তানের মুখ দেখার সৌভাগ্য হয়নি অভিনেত্রীর। গর্ভস্থ সন্তানকে ধরে রাখতে পারেননি তিনি। সেই আঘাত ক্ষয় হয়ে রয়ে গিয়েছে রানির (Rani Mukerji) জীবনে। কী হয়েছিল, এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী।
আরো পড়ুন : ‘আমি মিত্তি মেয়ে’, আধো আধো গলায় বাংলা বলছে দেবী, বিপাশার শিক্ষাকে কুর্নিশ নেটপাড়ার
আক্ষেপ রয়ে গিয়েছে অভিনেত্রীর
এক ফুটফুটে মেয়ে রয়েছে রানির (Rani Mukerji)। নাম আদিরা। তবে তারপরেও আরো একবার মা হওয়ার সুযোগ এসেছিল রানির কাছে। কিন্তু গর্ভাবস্থার পাঁচ মাসেই সেই সন্তানকে হারান তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের স্মৃতিচারণা করেছেন নায়িকা। রানি (Rani Mukerji) বলেন, ৪৬ এ পা দেবেন তিনি। এই বয়সে এসে আর তাঁর পক্ষে সন্তান ধারণ করা সম্ভব নয়। আদিরাকে একটা ভাই বা বোন না দিতে পারার আক্ষেপ তাঁর যাবে না।
আরো পড়ুন : ক্যামেরা অন হতেই পাশবিক রাহুল, ধর্ষণের দৃশ্যে কী হয়েছিল তৃপ্তির সঙ্গে!
গর্ভপাতের সম্মুখীন হন রানি
রানি (Rani Mukerji) এরপর জানান, আদিরার যখন দেড় বছর বয়স তখন থেকেই তাঁরা দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করছিলেন। দীর্ঘ সাত বছর ধরে চেষ্টা চালানোর পর অবশেষে অন্তঃসত্ত্বা হতে সক্ষম হন তিনি। কিন্তু সুখ বেশিদিন কপালে সয়নি রানির (Rani Mukerji)। এত কষ্ট করে অন্তঃসত্ত্বা হলেও গর্ভাবস্থার পাঁচ মাসেই সন্তানকে হারান তিনি। রানির (Rani Mukerji) কাছে তাঁর প্রথম সন্তান আদিরা ‘মিরাক্যল বেবি’।
২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি। পরের বছরই জন্ম হয় আদিরার। অন্যান্য তারকাদের মতো মেয়েকে তেমন প্রকাশ্যে আনেন না রানি। লাইমলাইটের আড়ালেই রাখেন তাকে। সন্তান জন্মের পর থেকে ছবির সংখ্যাও অনেক কমিয়ে দিয়েছেন তিনি।