বাংলাহান্ট ডেস্ক: বলিউডের সর্বকালের অন্যতম সেরা রোম্যান্টিক জুটি যদি হয় শাহরুখ (shahrukh khan)-কাজল, তবে রানি মুখার্জিও (rani mukerji) কিন্তু কম যান না। শাহরুখ কাজল জুটির পরেই আসবে শাহরুখ রানির নাম। তাঁদের অনস্ক্রিন রসায়ন তাক লাগানোর মতো, একথা অস্বীকার করার জো নেই। তবে এখন তিন জনেরই ছবি করার পরিমাণ আগের থেকে লক্ষণীয় ভাবে কমেছে।
‘দিল ওয়ালে’তে দর্শক ফিরে পেয়েছিল আইকনিক শাহরুখ কাজল জুটিকে। ছবি হিট হয়নি ঠিকই, কিন্তু ‘দিল ওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র আমেজ পেতে হলে ভিড় করেছিলেন অনেকেই। শাহরুখ রানি জুটির সেই পুরনো আমেজও কি আর ফিরতে পারে? খোদ ‘অঞ্জলি’ ইঙ্গিত দিলেন, হ্যাঁ পারে।
মুম্বইয়ের এক সংবাদ মাধ্যমের তরফে রানির কাছে প্রশ্ন রাখা হয়েছিল, শাহরুখের সঙ্গে তিনি কি একটা রোম্যান্টিক ছবি করতে পারেন না? সোনায় সোহাগা হয় যদি রানির স্বামী আদিত্য চোপড়াই ছবিটির প্রযোজনা করেন। কারণ যশরাজ ফিল্মসের সঙ্গে এসআরকের হিট ছবি দেওয়ার রেকর্ড রয়েছে।
উত্তরে রানি বললেন, “আদি এমন ছবি বানায় যেটাতে ও বিশ্বাস করে এবং স্বামী স্ত্রী হিসাবে আমাদের সম্পর্কে। কাজের ক্ষেত্রে আমরা একে অপরের সঙ্গে একদম পেশাদার। যখন আমি একটি ছবির চিত্রনাট্য পড়ে ভাবি যে এটা আমি করব আর আদি প্রযোজনা করবে, কেবল মাত্র তখনি ও করে। নয়তো শুধুমাত্র কাজ করতে হবে বলেই আমরা করি না। তাই যদি এমন কোনো গল্প আসে যাতে ও মনে করে যে, এখানে শাহরুখ ও রানিকে ভাল মানাবে তাহলে ও নিশ্চয়ই ছবিটা বানাবে।”
এর আগে রানি জানিয়েছিলেন, কম বয়সে শাহরুখের প্রেমে মাতোয়ারা ছিলেন তিনি। তবে কি টিনা রাহুলের প্রেমে অঞ্জলির ভূমিকা পালন করেছিলেন গৌরি খান? তা অবশ্য বলেননি রানি। তিনি অকপটে স্বীকার করেন, শাহরুখ এবং আমির খানের উপরে ভাল রকমের ক্রাশ খেয়ে বসেছিলেন তিনি। দুই অভিনেতার সঙ্গে রোম্যান্টিক দৃশ্যগুলিতে অভিনয় করার সময় বেশ ভয়ে ভয়েই থাকতেন তিনি।
রানি জানান, আমিরের সঙ্গে ‘গুলাম’ এবং শাহরুখের সঙ্গে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে রোম্যান্টিক দৃশ্য করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছিলেন তিনি। এর আগে শাহরুখ ও আমিরকে অভিনয় করতে দেখেছিলেন রানি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছিল আমিরকে প্রথমবার ‘কেয়ামত সে কেয়ামত তক’এ দেখে আর শাহরুখকে প্রথম বার ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’তে দেখে। ওরা আমার ‘ইয়াং ক্রাশ’ ছিল।” একসঙ্গে পাঁচটি ছবিতে জুটি বেঁধেছিলেন শাহরুখ খান। তার মধ্যে চারটি হিট হয়েছিল।