আমরা বিভিন্ন ছোটবড় কারনে খেলা বন্ধ থাকতে দেখেছি। কখন লাইট কম হওয়ার কারনে, কখন অতি উৎসাহী ক্রিকেট ভক্তের ক্রিকেট মাঠে ঢুকে পড়ার কারণে এমনকি মৌমাছির জন্যই অনেক সময় খেলা বন্ধ থেকেছে কিন্তু এবার সম্পূর্ণ অন্য কারনে খেলা বন্ধ থাকল।
আজ রঞ্জি ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল বিদর্ভ এবং অন্ধ্রপ্রদেশ। সেই ম্যাচ চলাকালীন যখন অন্ধ্রপ্রদেশ ব্যাট করছিল সেই সময় হটাৎই মাঠে ঢুকে পড়ে আস্ত একটা সাপ। কিছুক্ষণ মাঠে ঘোরাঘুরি করল সেই সাপ। সাপের আতঙ্কে দুই দলের ক্রিকেটাররাই ভয় পেয়ে যায়। সাপের ভয়ে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। পরে সাপ বের করার পর ফের শুরু হয় খেলা।
খেলা চলার সময় হঠাৎই একজন ক্রিকেটার দেখতে পায় মাঠের ভিতর সাপ ঢুকে পড়েছে। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। সাপের আতঙ্কে বিদর্ভের উইকেট কিপার মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। পরে মাঠকর্মীরা এসে মাঠ থেকে সাপ বের করলে ফের শুরু হয় খেলা। এর আগে একবার গৌতম গম্ভীর- ঋষভ পন্থরা যখন রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমেছিল সেই সময় মাঠে হঠাৎই একটা গাড়ি ঢুকে পড়ে ফলে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। আর এবার মাঠের ভিতর সাপ ঢুকে পড়ায় ঘরোয়া ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার