ব্যর্থ টপ অর্ডার! রঞ্জির সেমিফাইনালে বাংলাকে লড়াইয়ে ফেরালো অনুষ্পুষ্টর দুরন্ত সেঞ্চুরি।

শনিবার ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলা বনাম কর্ণাটক। আর এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কর্ণাটকের অধিনায়ক করুন নায়ার, এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে বাংলা। তবে ব্যাটিং করতে এছে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলা। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। একটা সময় মাত্র 67 রানে ছয় উইকেট হারিয়ে রীতিমত ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলা। সেই জায়গা থেকে দলকে টেনে তুললেন অনুষ্পুষ্ট মজুমদার। একা হাতে বাংলাকে নিয়ে গেলেন লড়াই করার মত পরিস্থিতিতে।

এই দিন নিজের রানের খাতা পর্যন্ত খুলতে পারেননি বাংলার ওপেনার অভিষেক রমন, মাত্র শূন্য রানে আউট প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তারপর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনও মাত্র 15 রান করে আউট হয়ে ফিরে যান, সেখান থেকে দলের হাল ধরেন অনুষ্পুষ্ট মজুমদার। একা হাতে বাংলাকে টেনে নিয়ে যান। এই ম্যাচে একটা সুন্দর সেঞ্চুরি করেন তিনি, আর অনুষ্পুষ্টর এই সেঞ্চুরির দৌলতে দিনের শেষে নয় উইকেট হারিয়ে 275 রান তোলে বাংলা।

2316452499d4c80bcd0f060774946c539b86554f8

ওড়িশার বিরুদ্ধেও একই চিত্র সৃষ্টি হয়েছিল বাংলার ব্যাটিং লাইনআপে। একের পর এক অভিজ্ঞ ব্যাটসম্যান আউট হয়ে ফিরে গিয়েছিলো, সেই সময় দলের হাল ধরেছিলেন অনুষ্পুষ্ট মজুমদার দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তিনি। আজকের ম্যাচেও 175 বলে একটা দুর্দান্ত সেঞ্চুরি আসে অনুষ্পুষ্টর ব্যাট থেকে। 18 টি চার এবং একটি ছয় দিয়ে সাজানো অনুষ্পুষ্টর এই বহুমূল্য সেঞ্চুরি। কর্নাটকের হয়ে এইদিন দারুন বোলিং করেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা প্রসিদ্ধ কৃষ্ণ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর