বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক আগেই ১৯ বছর পার করেছে ‘সাথী’ (saathi)। এই ছবির হাত ধরেই অভিনয় জীবনে পা রাখা জিতের (jeet)। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন জিৎ। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। সাথীর মাধ্যমেই সিনেপাড়া পেয়েছিল জিৎ প্রিয়াঙ্কা জুটি। কিন্তু জানেন কি ছবিতে প্রিয়াঙ্কা নয়, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কোয়েল মল্লিক (koel mallick)।
টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম জিৎ কোয়েল জুটি। ‘নাটের গুরু’ ছবির হাত ধরে পর্দায় আত্মপ্রকাশ করেছিল এই জুটি। তারপর একের পর এক সুপারহিট ফিল্ম। কিন্তু সাথী ছবির জন্য পরিচালক হরনাথ চক্রবর্তী কোয়েলকে পছন্দ করলেও তাঁর অভিনয় করা হয়ে ওঠেনি।
কারণ বেঁকে বসেছিলেন বাবা রঞ্জিত মল্লিক। পড়াশোনা না করে অভিনয় জগতে আসতে পারবে না মেয়ে, এমনটাই বক্তব্য ছিল বর্ষীয়ান অভিনেতার। পরিচালক জানান, ২০০২ সালে সাথী ছবির সময় কোয়েলের সাইকোলজি পড়া শেষ হয়নি। রঞ্জিত চিরকালই কড়া শাসনে বড় করেছেন মেয়েকে। তাঁর সাফ বক্তব্য ছিল, পড়াশোনা শেষ না করে অভিনয় করতে পারবেন না কোয়েল। তাই অগত্যা প্রিয়াঙ্কাকে দিয়েই কাজ চালাতে হয় হরনাথকে।
পরের বছরই অবশ্য নাটের গুরুর চিত্রনাট্য শুনে পছন্দ হয়ে যাওয়ায় কোয়েলকে ছাড় দেন রঞ্জিত মল্লিক। সেই ছবিতেও কোয়েলের নায়ক ছিলেন জিৎ। অভিনেত্রীর অনস্ক্রিন বাবা হয়েছিলেন রঞ্জিত মল্লিক। সেই থেকেই কোয়েলের অভিনয়ের কেরিয়ার শুরু। বাবার যোগ্য মেয়ে হয়েই দেখিয়েছেন তিনি।
২৮ সেপ্টেম্বর ৭৭ বছরের জন্মদিন পালন করলেন রঞ্জিত মল্লিক। বাবাকে জড়িয়ে ধরে একটি আদুরে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান কোয়েল। এই বয়সেও দিব্যি অভিনয় চালিয়ে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা। আগামীতে ‘তারকা মৃত্যু’ নামে হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবিতে রয়েছেন রঞ্জিত মল্লিক। এরপরে আরো একটি কমেডি ছবিতেও মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। অপরদিকে চলতি বছরের পুজোয় মুক্তি পাবে কোয়েল অভিনীত ‘বনি’।