পর্দার প্রেম গড়াল বাস্তবে? লাদাখে রণজয়ের বাহুলগ্না শ্যামৌপ্তি, উষ্ণ ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া

বাংলা হান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। টেলিপাড়ার এই হ্যান্ডসাম হিরোকে ছোট পর্দার দর্শক এই মুহূর্তে চেনেন অনিকেত নামে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-তে নায়িকা শ্যামলীর অনিকেত স্যার তিনি। এই ধারাবাহিকের আগে রণজয়কে দেখা গিয়েছিল স্টার জলসার সুপারহিট মেগা সিরিয়াল ‘গুড্ডি’ (Guddi)-তে।

এই ধারাবাহিকে নায়ক অনুজের  ভূমিকায় অভিনয় করে বাংলা জোড়া খ্যাতি পেয়েছিলেন তিনি। এই সিরিয়ালে নায়িকা গুড্ডির ভূমিকায় নজর কেড়েছিলেন মিষ্টি অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। পর্দায় তাঁদের দুজনের রসায়ন ছিল নজরকাড়া। তাই সিরিয়াল শেষ হওয়ার এতদিন পরেও আজও পর্দার অনুজ গুড্ডির জুটিকে ভুলতে পারেননি দর্শক।

তাই বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে এখনও  তাদের জুটির ক্রেজ কমেনি এক ফোঁটাও। সম্প্রতি বাংলা টেলিভিশনের এই অন স্ক্রিন কাপলকে দেখা গেল লাদাখে  রোমান্স করতে। কিন্তু সেটা রীল নাকি রিয়েল তা নিয়ে দর্শকমহলে তৈরি হয়েছিল বিরাট চাপা গুঞ্জন। অবশেষে ঘটল রহস্যের সমাধান। জানা গেল রণজয়-শ্যামৌপ্তির (Ranojoy-Shyamoupti) এই রোম্যান্স বাস্তবে নয় আসলে ঘটছে ক্যামেরার পর্দায়।

আরও পড়ুন: ভাইফোঁটা দেওয়া ছেলেটার সাথেও ডেট! সিক্রেট ফাঁস ‘গোয়েন্দা গিন্নি’ ইন্দ্রাণী হালদারের

আসলে গুড্ডির পর আরও একবার একসাথে দেখা যাবে দর্শকদের এই প্রিয় জুটিকে। তবে কোনো সিরিয়াল নয়। রণজয়-শ্যামৌপ্তি (Ranojoy-Shyamoupti) খুব তাড়াতাড়ি জুটি  বাঁধতে চলেছেন একটি মিউজিক ভিডিওতে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সায়ন রায় পরিচালিত এই ভিডিওর শুটিং। এছাড়া কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ডে শ্যামৌপ্তির সঙ্গে জুটি বেঁধে ডান্স পারফর্ম করেছিলেন রণজয়।

Shyamupti

সেবারও তাদের পারফরর্ম্যান্স মন ছুঁয়েছিল দর্শকদের। প্রসঙ্গত গুড্ডি শেষ হওয়ার পর ইতিপূর্বে বহুবার রণজয়-শ্যামৌপ্তির অফস্ক্রিন দেখা-সাক্ষাতের কথা শোনা গিয়েছে। যদিও এই  বিষয়ে ‘স্পিকটি নট’ রণজয়-শ্যামৌপ্তি সামগ্রী দুজনেই। তারা দুজনেই আপাতত এই বিষয়ে মাথা ঘামাতে নারাজ। আসলে দুজনেরই এখন ফোকাস কাজের দিকে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর