বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই বিয়ে হয়েছে অনস্ক্রিন স্ত্রী শ্বেতা ভট্টাচার্যের। আর এবার বাস্তবেই প্রাক্তন প্রেমিকার বিয়ে হল অভিনেতা রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu)। বিনোদুনিয়ার হ্যান্ডসাম হাঙ্ক রণজয়। টলিপাড়ায় তাঁর প্রেমিকার সংখ্যা নেহাত কম নয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজন অভিনয় জগতের বেশ পরিচিত মুখ। এবার এমনি আরেক অভিনেত্রী বসলেন বিয়ের পিঁড়িতে, যিনি কিনা ঘটনাচক্রে রণজয়ের (Ranojoy Bishnu) প্রাক্তন।
বিয়ে সারলেন রণজয়ের (Ranojoy Bishnu) প্রাক্তন
মাঘ মাস পড়তেন টলিপাড়ায় লেগেছে বিয়ের ধুম। একের পর এক অভিনেতা অভিনেত্রীর বিয়ের খবর সামনে আসছে। এবার বিয়ে সারলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মণ্ডল। ছোটপর্দার বেশ পরিচিত মুখ তিনি। কাজ করেছেন বড়পর্দাতেও। এক সময় রণজয়ের (Ranojoy Bishnu) সঙ্গে তাঁর সম্পর্ক ছিল চর্চার হট টপিক। তাঁদের বিচ্ছেদ নিয়েও বেশ শোরগোল হয়েছিল। এমনকি রণজয়ের (Ranojoy Bishnu) দিকে আঙুল তুলতেও ছাড়েননি অভিনেত্রী।
মন্দিরে হল বিয়ে: তবে সেসব বহু আগের কথা। দুজনেই এগিয়ে গিয়েছেন নিজ নিজ জীবনে। গত ২৪ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক সুমন পালের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন প্রিয়াঙ্কা। পেশায় ব্যবসায়ী অভিনেত্রীর প্রেমিক। তবে ধুমধাম করে নয়। বরং বেশ চুপিসারেই মন্দিরে বসেছিল তাঁদের বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠ জনদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা।
আরো পড়ুন: মেয়েই উদ্যোগ নিয়ে দিয়েছেন মায়ের দ্বিতীয় বিয়ে, হানিমুনেও মল্লিকা-রুদ্রজিতের সঙ্গী হবেন গরিমা!
কী বললেন অভিনেত্রী: লাল টুকটুকে বেনারসী, সোনার গয়নায় সাবেকি কনের সাজে সেজেছিলেন প্রিয়াঙ্কা। অন্যদিকে সুমনকে দেখা গেল ধুতি পাঞ্জাবিতে। কিন্তু হঠাৎ এমন মন্দিরে বিয়ে কেন? সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, খুব তাড়াতাড়ি সবটা হয়েছে। তাই শুধুমাত্র পরিবার আর কাছের বন্ধুদের নিয়েই শুভকাজটা সেরেছেন তাঁরা।
আরো পড়ুন: কাশ্মীরে ‘নতুন শুরু’, পাশে রহস্যময়ী, সিরিয়ালে কামব্যাকের আগেই প্রেমে ফিরলেন জিতু!
প্রসঙ্গত, রণজয়ের (Ranojoy Bishnu) সঙ্গে প্রিয়াঙ্কার বিচ্ছেদ নিয়ে একসময় বেশ শোরগোল হয়েছিল। এমনকি রণজয়কে প্রতারকও বলেছিলেন অভিনেত্রী। গত বছর অভিনেতার আরেক প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকারও সেরেছেন বিয়ে। অন্যদিকে বর্তমানে সহ নায়িকা শ্যামৌপ্তি মুদলীর সঙ্গে রণজয়ের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।