‘আমার তখন ১৬-১৭, তাঁর ২৮…’, বয়সে বড় মহিলার সঙ্গে প্রেম! শ্যামৌপ্তিকে নিয়েও অকপট ‘অনিকেত’ রণজয়

বাংলাহান্ট ডেস্ক : তাঁর প্রেম জীবন নিয়ে বিতর্ক লাগামহীন। পর্দায় মনের মানুষকে বলতে পারেন না মনের কথা। বাস্তব জীবনেও তাঁর সম্পর্ক নিয়ে চর্চা অব্যাহত। তিনি অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। পর্দায় নিজে মনের কথাটা বলতে না পেরে অন্য নারীকে বিয়ে করেছেন। বাস্তবে আবার তাঁর অনস্ক্রিন নায়িকা বিয়ের পিঁড়িতে বসছেন কিছুদিন পরেই। কিন্তু তাঁর প্রেম জীবনের কী হাল?

কার সঙ্গে প্রেম করছেন রণজয় (Ranojoy Bishnu)

একটা সময় অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন রণজয় (Ranojoy Bishnu)। যদিও সেসব এখন অতীত। সোহিনী শোভনের সঙ্গে সুখী দাম্পত্যে বাঁধা পড়েছেন। তাঁদের বিয়ের পরপরই রণজয়ের একাধিক প্রাক্তন প্রেমিকা তাঁর বিরুদ্ধে আঙুল তুললেও সেসব বিতর্কও এখন ধামাচাপা পড়েছে। বর্তমানে ‘গুড্ডি’ নায়িকা শ্যামৌপ্তি মুদলীর সঙ্গে রণজয়ের (Ranojoy Bishnu) প্রেমের গুঞ্জন তুঙ্গে।

Ranojoy Bishnu opened up about his love life

কম বয়সেই পড়েছিলেন প্রেমে: সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে খোলাখুলি ভাবে কথা বলতে শোনা যায় রণজয়কে (Ranojoy Bishnu)। প্রেম তাঁর জীবনে কড়া নেড়েছিল অনেক কম বয়সেই। তখন তিনি স্কুলে পড়েন। পর্দার অনিকেতের কথায়, “আমার তখন ১৬-১৭, তাঁর তখন ২৮”। রণজয় (Ranojoy Bishnu) জানান, তাঁর প্রথম প্রেম ছিলেন শিক্ষিকা। অন্য এক স্কুলে ইতিহাস পড়াতেন। তবে তিনি ছিলেন অভিনেতারই এলাকার মানুষ। তাঁকে ছোট থেকেই দেখেছিলেন রণজয়। যদিও প্রেমটা দু তরফেই ছিল নাকি এক তরফে, তা খোলসা করেননি রণজয়।

আরো পড়ুন : যিশুর মেয়েকে বলিউডে লঞ্চ করছেন সলমন! জল্পনার অবসান ঘটালেন সারা নিজেই

সোহিনীকে নিয়ে কী জানালেন অনিকেত: এদিন প্রাক্তন সোহিনীকে নিয়েও মুখ খোলেন অভিনেতা। সোহিনীর বিয়ের পর স্বাভাবিক ভাবেই তাঁদের আর কথা হয়নি ঠিকই, তবে রণজয় (Ranojoy Bishnu) জানালেন, প্রাক্তনের সঙ্গে অভিনয় করতে তাঁর কোনো অসুবিধা হবে না। কারণ সোহিনীকে অভিনেত্রী হিসেবে সম্মান করেন তিনি। একসঙ্গে কাজও করতে চান।

আরো পড়ুন : প্রোডাকশন হাউজ বদলের জের, হুট করেই নাম পালটে যাচ্ছে জি বাংলার এই সিরিয়ালের!

বর্তমানে শ্যামৌপ্তির সঙ্গে রণজয়ের প্রেম চর্চা কান পাতলেই শোনা যাচ্ছে টেলিপাড়ায়। যদিও এ ব্যাপারে রহস্য জিইয়ে রেখেছেন অভিনেতা। বললেন, “এটা সময় বলবে। মানে সময় আসলে আমি বলব”।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর