সোহিনীর বিয়ে হতেই ‘প্রাক্তন প্রেমিক’কে একহাত! এবার সায়ন্তনীকে ধুয়ে দিলেন রণজয়!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন প্রেমিকের থেকে সাবধান! সোহিনীর বিয়ে হতে না হতেই সমাজমাধ্যমে সতর্কবাণী তাঁর বান্ধবী তথা অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতার। সেই পোস্ট নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। সায়ন্তনী কারোর নাম না নিলেও তাঁর নিশানায় কে আছেন তা মোটামুটি সকলেই বুঝে গিয়েছেন। এবার এই নিয়ে পাল্টা দিলেন সোহিনীর প্রাক্তন তথা অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)।

সায়ন্তনীর মন্তব্যের পাল্টা দিলেন রণজয় (Ranojoy Bishnu)

সম্প্রতি সায়ন্তনী (Sayantani Guhathakurta) নিজের সমাজমাধ্যমে লেখেন, ‘প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর সেটাকে নিয়ে পাবলিসিটি করতে খুব কম গুণী মানুষই পারেন। এরা হল তাঁরা যারা মৃত শবের পাশে শুয়েও ইন্টারভিউ দিতে পারেন। কারণ পাবলিক সিম্প্যাথি বাড়লে এদের ফলোয়ার্সও বাড়বে, তার সঙ্গে সুবিধা হবে নেক্সট গার্লফ্রেন্ড থুড়ি নতুন এটিএম কার্ড জোগাড় করতে। আসলে সোনার ডিম পাড়া মুরগি চলে গেলে খারাপ তো সকলেরই লাগে। আমার মনে হয়, নতুন এটিএম কার্ড থেকে বোধহয় এখনও টাকা তোলা যায়নি। যাক মেয়েরা সতর্ক থাকুন এসব কালজয়ী অভিনেতাদের থেকে, যারা পর্দাতে এবং বাস্তব জীবনে একসঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছে। হায় রে নির্বোধ দর্শক’।

এদিকে সায়ন্তনীর এই পোস্টে ‘রিয়্যাক্ট’ করেছেন সোহিনী (Sohini Sarkar)। পরিচালক রাজর্ষি দে আবার লিখেছেন, ‘নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু’। এই প্রসঙ্গে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তরফ থেকে সায়ন্তনীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সোহিনী আমার খুব ভালো বন্ধু। শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সদ্য সাত পাকে বাঁধা পড়েছেন। প্রাক্তন প্রেমিক অভিনেতা শুভেচ্ছা না জানাতেই পারেন। কিন্তু তাই বলে সারাক্ষণ নিজেকে মন খারাপের মোড়কে মুড়ে সহানুভূতি কুড়নোর চেষ্টা করবেন!’ এবার এই নিয়ে মুখ খুললেন রণজয়।

আরও পড়ুনঃ নীলাঞ্জনা অতীত! গুজরাটের শিনালের প্রেমে হাবুডুবু খাচ্ছেন যীশু? ফাঁস আসল পরিচয়!

‘কোন গোপনে মন ভেসেছে’ নায়ক বলেন, ‘শোভন-সোহিনী একসঙ্গে খুব ভালো আছে। আমি নিজের জীবনে ভালো আছি। কিন্তু এরা কারা? এসব কথা বলে জোর করে গুরুত্ব নেওয়া হচ্ছে না! অম্বানিদের যেমন প্রচুর টাকা, কীভাবে খরচ করবেন বুঝতে পারেন না। তেমনই কিছু মানুষের অনেক সময় থাকলে কীভাবে খরচ করবেন বুঝতে পারেন না’।

রণজয়ের (Ranojoy Bishnu) কথায়, ‘রুচিহীন মন্তব্যে’র মধ্যে তিনি নিজেকে জড়াতে চান না। তিনি শোভন-সোহিনীর ভালো চান। এর মধ্যে কেউ খারাপ খুঁজে পেলে সেটা তাঁদের সমস্যা। অভিনেতার কথায়, ‘যখন একজন মানুষের মধ্যে কিছু খারাপ খুঁজে পাওয়া যায় না, তখন জোর করে খারাপ বলে কেউ ভালো থাকলে থাকুন’।

Ranojoy Bishnu Sayantani Guhathakurta

রণজয় (Ranojoy Bishnu) বলেন, বাংলাদেশে উত্তাল পরিস্থিতি, সারা বিশ্বে কত কিছু ঘটছে, সেখান থেকে বেরিয়ে তাঁকে কেউ এতখানি গুরুত্ব দেওয়ায় সেই ব্যক্তির প্রতি তাঁর সম্মান দ্বিগুণ বেড়ে গিয়েছে। শেষে শুধু বলেন, ‘কেউ কাউকে নিয়ে যদি কোনও মন্তব্য করেন অথবা অভিযোগ আনেন, তাহলে সেটা হাওয়ায় না ভাসিয়ে সোজাসুজি বলা উচিত’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X