বাংলাহান্ট ডেস্ক : মাথায় বাঁধা ব্যান্ডেজ। পরনে হাসপাতালের পোশাক। কী হল অভিনেতা রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu)? জানা গিয়েছে, অভিনেতার নাকি মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে! তার জেরেই মাথায় ব্যান্ডেজ। হঠাৎ হলটা কী পর্দার অনিকেতের? কীভাবে চোট পেলেন রণজয় (Ranojoy Bishnu)?
মস্তিষ্কে অস্ত্রোপচার রণজয়ের (Ranojoy Bishnu)
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, রণজয়ের (Ranojoy Bishnu) মাথায় ব্যান্ডেজ বাঁধা হচ্ছে। এদিকে অভিনেতার মুখে হাসি! শুধু তাই নয়, তাঁর সহ অভিনেতারাও দিব্যি হাসছেন। একি কাণ্ড! আসলে গোটা ব্যাপারটাই স্ক্রিপ্টের সৌজন্যে। ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে অনিকেতের ভূমিকায় অভিনয় করছেন রণজয় (Ranojoy Bishnu)। সেখানেই সম্প্রতি দেখানো হয়েছে, অনিকেতের মস্তিষ্কে এক জটিল অস্ত্রোপচার হয়েছে।
কী দেখা গেল ভিডিওতে: গল্প অনুযায়ী, ষড়যন্ত্রের জেরে গাড়ি দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পায় অনিকেত। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তারপরেই শ্যামলী রীতিমতো ডাক্তারকে কিডন্যাপ করে নিয়ে আসে অস্ত্রোপচারের জন্য। শুধু তাই নয়, মন্দিরে দণ্ডি কেটে প্রাণ ফিরিয়ে নিয়ে আসে অনিকেতের। এবার সেই পর্বের বিটিএস অর্থাৎ ক্যামেরার পেছনের দৃশ্য এল সামনে।
আরো পড়ুন : মেদিনীপুরের মেয়ে, ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল জীবন, ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়ার মাস গেলে রোজগার কত জানেন?
কী বলছেন নেটিজেনরা: মেকআপ রুমে কেমন করে হয়েছিল রণজয়ের (Ranojoy Bishnu) ‘অপারেশন স্পেশ্যাল মেকআপ’, তার ভিডিও এখন ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে রণজয় ওরফে অনিকেতের মাথায় ব্যান্ডেজ করা হয়েছিল। এদিকে হেসে লুটোপুটি খাচ্ছেন অভিনেতারা সকলেই।
আরো পড়ুন : সবার সামনে বাবা মাকে তুইতোকারি! বিয়ের আগে কটাক্ষের মুখে অনন্যা, কী যুক্তি দিলেন দিদি অলকানন্দা?
নেটিজেনরাও করেছেন মজার মজার মন্তব্য। একজন লিখেছেন, ‘এমন ব্রেন সার্জারি হল যে মাথা কামাতেই হল না! সব চুল একদম ঠিক আছে’। আরেকজন মজা করে লিখেছেন, ‘সাংঘাতিক ব্যাপার তো’। আবার আরেকজন দাবি জানিয়েছেন, যাই হয়ে যাক না কেন, শ্যামলী অনিকেতের মিল চায় দর্শক।