“পাশে আছি…”, বন্ধুত্বের আড়াল কাটল অবশেষে, রণজয়ের জন্মদিনেই প্রেমে শিলমোহর শ্যামৌপ্তির!

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে বাংলা টেলিপাড়ায় অন্যতম চর্চিত জুটি রণজয় বিষ্ণু (Ranojoy-Shyamoupti) এবং শ্যামৌপ্তি মুদলী। একসঙ্গে ‘গুড্ডি’ সিরিয়ালে কাজ করেছিলেন দুজন। গুঞ্জন বলছে, সোহিনী সরকারের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে নাকি শ্যামৌপ্তির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন রণজয় (Ranojoy-Shyamoupti)। যদিও সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

টলিপাড়ার নতুন জুটি রণজয়-শ্যামৌপ্তি (Ranojoy-Shyamoupti)

সম্প্রতি জি বাংলা সোনার সংসারে অবশ্য তাঁদের রসায়ন অন্য ইঙ্গিতই দিচ্ছিল। নায়িকাদের কোলে নিয়ে নায়কদের মিউজিক্যাল চেয়ার খেলায় শ্যামৌপ্তিকে কোলে নিয়ে নীল ভট্টাচার্যের সটান গিয়ে রণজয়ের (Ranojoy-Shyamoupti) কোলে বসিয়ে দেওয়ার ইঙ্গিত চোখে পড়েছিল অনেকেরই। আবার পরস্পরের পুরস্কার নেওয়ার সময় মুহূর্ত ক্যামেরাবন্দি করার দৃশ্যও নজরে পড়েছিল অনেকেরই। তবুও রণজয়কে (Ranojoy-Shyamoupti) ‘বন্ধু’র তকমাতেই সীমাবদ্ধ রেখেছেন শ্যামৌপ্তি।

Ranojoy-Shyamoupti romantic photos viral on actor birthday

রণজয়কে শুভেচ্ছা নায়িকার: আজ ২২ মার্চ রণজয়ের (Ranojoy-Shyamoupti) জন্মদিন। এদিন আদুরে শুভেচ্ছায় ‘বন্ধু’কে ভরিয়ে দিলেন শ্যামৌপ্তি। রণজয়ের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ভালো মানুষ তুমি, এই সততা এবং সামাজিকবোধ তোমার জীবনে এক নতুন আলোর সন্ধান নিয়ে আসুক। এভাবেই জীবন যুদ্ধে এগিয়ে যাও আরো ভালো কাজ করো। পাশে আছি। শুভ জন্মদিন, ভালো থাকো, হাসিখুশি থাকো’।

আরো পড়ুন : জমে গেল খেলা! নিজের দেশেই কোণঠাসা ইউনূস, মোদীর সাথে সাক্ষাতের জন্য করছেন মরিয়া চেষ্টা

কী জানান অভিনেতা: শোনা যায়, গুড্ডি ধারাবাহিকের পর থেকেই নাকি ঘনিষ্ঠ হন রণজয় (Ranojoy-Shyamoupti) শ্যামৌপ্তি। এর আগে এ বিষয়ে প্রশ্ন করলে রহস্য জিইয়ে রেখেছিলেন অভিনেতা। বলেছিলেন, “এটা সময় বলবে। মানে সময় আসলে আমি বলব”। যদিও এখনো সে সময় আসেনি।

আরো পড়ুন : ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি! ইউনূসের বিরোধিতায় বাংলাদেশের রাজপথ দখল করে প্রতিবাদ শ্রমিকদের

প্রসঙ্গত, এদিন রণজয়ের (Ranojoy-Shyamoupti) অনস্ক্রিন বোন মিশমি দাসও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘জীবনে খুব কম লোক পাওয়া যায় যাদের ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়, রণ দা তাঁদের মধ্যে একজন। শুভ জন্মদিন তাঁকে, যে আমার সবথেকে কঠিন সময়ে বড় দাদার মতো আগলেছে, বুঝিয়েছে, পাশে থেকেছে। কোন গোপনে আমাকে আর কিছু দিক না দিক, রণজয়ের মতো একজন দাদা/বন্ধু দিয়েছে । আজকের দিন টা খুব ভালো কাটুক, এই বছরটা তোমার জীবনের শ্রেষ্ঠ বছর হোক!! দাদাভাই’।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর