দেখেই খুলে ফেললেন জ্যাকেট! একসাথে পার্টি করছেন রণজয়-শ্যামোপ্তি, প্রেমের জল্পনায় সিলমোহর?

Published On:

বাংলা হান্ট ডেস্ক : স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘গুড্ডি’তে একসাথে অভিনয় করেছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামোপ্তি মুদলি (Ranojoy-Shyampoti)। পর্দার এই গুড্ডি-অনুজ (Ranojoy-Shyampoti) জুটি দর্শকদের অত্যন্ত পছন্দের। সিরিয়ালে তাঁদের অনস্ক্রিন রসায়ন দেখে দর্শকরা মনে করতেন সিরিয়ালের এই জুটি (Ranojoy-Shyampoti) বাস্তবেও সম্পর্কে রয়েছেন।

প্রেম করছেন  রণজয়-শ্যামোপ্তি (Ranojoy-Shyampoti)?

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে সিরিয়ালের সুবাদেই একে অপরের কাছাকাছি এসেছেন এই জুটি। বর্তমানে তাঁরা একে-অপরের সাথে ডেট-ও করছেন।  যদিও এই জল্পনায় সীলমোহর দেননি দুজনের কেউই।  বর্তমানে রণজয়কে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে তে।  অন্যদিকে শ্যামোপ্তি অভিনয় করছেন একই চ্যানেলেরই অমর সঙ্গী সিরিয়ালে।

এই নতুন সিরিয়ালে শ্যামোপ্তির নায়ক হয়েছেন জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। প্রসঙ্গত স্ত্রী তথা অভিনেত্রী তৃণা ভট্টাচার্যের সাথে যৌথভাবে অনেকদিন আগেই নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড খুলেছেন নীল। সম্প্রতি দুর্গাপুজোর আগেই বিরাট ধুমধাম করে লঞ্চ করা হল সেই ব্র্যান্ডের ওয়েবসাইট। বেশ বড়সড় পার্টিও রেখেছিলেন তাঁরা।

সেই পার্টিতেই অতিথি হিসাবে হাজির হয়েছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামোপ্তি মুদলি। প্রসঙ্গত জি বাংলার নতুন সিরিয়াল ‘অমরসঙ্গী’তে নীলের নায়িকার চরিত্রে অভিনয় করছেন শ্যামোপ্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই রাত পার্টির একটি ভিডিও।

আরও পড়ুন : ৫ বছরে টানা ৩৩ টি ফ্লপ, কেরিয়ারের সিংহভাগ ছবিই জলে, বলিউডের সবথেকে বড় ফ্লপ অভিনেতা ইনিই

সেখানে দেখা যাচ্ছে রণজয়কে দেখেই জড়়িয়ে ধরলেন নীল। এরপরেই দেখা যায় নিজের গায়ের জ্যাকেট খুলে পরিয়ে দিচ্ছেন রণজয়কে। এরপর নীল  যখন রণজয়কে ডান্স ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করতে থাকেন, তখন বেশ লাজুক দেখায় অভিনেতাকে।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

সেইসময় শ্যামৌপ্তি নীলের কাছে রণজয়কে নিয়ে কিছু একটা বলতে শুরু করেন। কিন্তু লাউড মিউজিকের ঠ্যালায় কোনও কথাই স্পষ্ট করে বোঝা যায় না। প্রসঙ্গত কদিন আগেই  দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসেছিলেন শ্যামোপ্তি। সেখানে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় রণজয়ের সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করতেই লজ্জায় লাল হয়ে যান শ্যামোপ্তি। যদিও তখন ব্যাপারটা হেসেই  উড়িয়ে দিয়েছিলেন অমর সঙ্গী সিরিয়ালের নায়িকা।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X