বাংলা হান্ট ডেস্ক: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে চর্চায় রয়েছেন রানাঘাটের রানু মণ্ডল। রানাঘাট স্টেশনে ভবঘুরে হিসাবেই পরিচিতি ছিল রানুর। তবে লতা মঙ্গেশকরের গান গাওয়া রানুর ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ গানের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যেতেই রানু চলে যায় মুম্বইতে। গান গেয়েছেন হিমেশ রেশমিয়ার সঙ্গে।
রানু বলেছেন,” চিরকালই আমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখতাম। আর সেই বিশ্বাসের জোরেই আজ আমি এই জায়গা এসে পৌঁছেছি। মুম্বই পৌঁছেই আমি ৬ টি গান গেয়ে ফেলেছি।মুম্বইতে যদি আমার একটা বাড়ি থাকত,তাহলে সুবিধা হত”।
রানু নিজেই জানিয়েছেন এক স্বচ্ছ্বল পরিবারে তাঁর জন্ম হয়। এরপর বাবা মার থেকে তিনি আলাদা হয়ে যান। এরপর তাঁর বিয়েও হয়। আর বিয়ের পর প্রথমবার তিনি মুম্বই আসেন। আর সেখানে অভিনেতা ফরদিন খানের বাবা ফিরোজ খানের পরিবারে রান্নার কাজ করতেন রানুর স্বামী। সেই সময় ফরদিন কলেজে পড়তেন। ফরদিনরা রানুদের ভালোভাবে দেখাশোনা করতেন বলে দাবি করেন তিনি। রানু জানান ভাগ্যের পরিহাসে রানুকে ফিরে আসতে হয়।