বাংলাহান্ট ডেস্ক: একজন এপার বাংলার ভাইরাল ব্যক্তিত্ব, আরেকজন ওপার বাংলার। রানু মণ্ডল (Ranu Mondal) এবং হিরো আলম (Hero Alom), দুজনেই সোশ্যাল মিডিয়ার অত্যন্ত পরিচিত মুখ। রানাঘাট রেলস্টেশন থেকে নিজের সুরেলা গানের গলার উপরে ভর করে মুম্বই পাড়ি দিয়েছিলেন রানু। গান গেয়েছিলেন হিমেশ রেশমিয়ার সঙ্গে।
সেই সব দিন স্বপ্নের মতোই কেটে গিয়েছে। এখন রানাঘাটের এক ভাঙা বাড়িতে কোনো রকমে দিন গুজরান হয় তাঁর। এর মাঝেই একদিন রানুর কাছে এক বিশেষ প্রস্তাব নিয়ে আসেন হিরো আলম। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা তিনি। একাধারে অভিনেতা, গায়ক আর এখন রাজনীতিতেও নাম লিখিয়েছেন হিরো আলম।
গত বছর ভারতে এসে এপার বাংলার দুই ভাইরাল সেনসেশন রানু মণ্ডল এবং ভুবন বাদ্যকরের সঙ্গে গান রেকর্ড করেছিলেন আলম। ভুবনের সঙ্গে গাওয়া ‘বাবু খাইসো কাঁচা বাদাম’ গানটি মুক্তি পেয়েছিল আগেই। এবার রানুর সঙ্গে রেকর্ড করা গানটি মুক্তি পেল সোশ্যাল মিডিয়ায়।
গানের নাম ‘তুমি ছাড়া আমি কী করে বাঁচি বল’। গানটি রেকর্ড করার সময়কার ভিডিও শেয়ার করা হয়েছে হিরো আলমের ইউটিউব চ্যানেলের তরফে। এখনও পর্যন্ত ভিউ ৮০ হাজার ছাড়িয়ে গিয়েছে। নেটিজেনদের অনেকে ট্রোল করলেও রানুর গলার প্রশংসাই করেছেন অনেকে।
প্রসঙ্গত, গানটি অনেকদিন আগেই রেকর্ড করেছিলেন হিরো আলম এবং রানু মণ্ডল। এতদিন পর প্রকাশ্যে এল সেই গান। অদ্ভূত ভাবে দুজন একসঙ্গে গান গাইলেও তাঁদের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের হিরো আলম বেশ সচ্ছল হলেও রানু্র এখন কোনো উপার্জন নেই।
অনেকেই মাঝে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছিলেন রানুর মানসিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য। কিন্তু কোনো কিছুই হয়নি। আগামীতে রানুর বায়োপিক আসছে বলিউডে। নিজের জীবনকাহিনি বড়পর্দায় দেখতে যাবেন তিনি? উত্তর অজানা।