ফের ভাইরাল রানু মণ্ডল, লকডাউনে পাড়ার দুঃস্থ মানুষদের দিচ্ছেন রেশন

বাংলাহান্ট ডেস্ক: বহুদিন পর সংবাদে উঠে এল রানু মণ্ডলের (ranu mondal) নাম। ২০১৮তে অনেক স্মরনীয় ঘটনাই ঘটেছে। কিন্তু সেই তালিকায় একজনের নাম না রাখলেই নয়। তিনি রানু মণ্ডল। গত বছরের শেষের দিকে সোশ্যাল মিডিয়া মোটামুটি তিনি একাই মাতিয়ে রেখেছিলেন। তাঁর অবিশ্বাস্য ভাগ্যের পরিবর্তন দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল সকলেরই। প্রথম প্লেব্যাকও প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু তারপরেই ঘটে ছন্দপতন। বিভিন্ন সময় বিভিন্ন কারনের জন্য নেটিজেনদের হাসি-তামাশার পাত্রী হয়ে ওঠেন রানু।
ফের একবার লাইমলাইট গিয়ে পড়েছে রানুদেবীর ওপর। না কোনও নতুন মিম নয়, বরং এবার প্রশংসার পুষ্পবৃষ্টি হচ্ছে রানুর ওপর। বাড়িতে বসেই পাড়ার দরিদ্র মানুষদের দিকে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। লকডাউনে রেশনের ব‍্যবস্থা করেছেন অসহায়দের জন‍্য।

Ranu Mondal 1
পাড়ার কিছু মানুষের সঙ্গে হাত মিলিয়ে এই উদ‍্যোগ নিয়েছেন রানু‌। পাড়ায় যারা গরিব ও অসহায় মানুষ রয়েছেন তাদের জন‍্য বিনামূল‍্যে রেশনের ব‍্যবস্থা করেছেন তিনি। বাড়ি থেকেই চাল, ডাল, আলু, আবশ‍্যকীয় জিনিসের যোগান দিচ্ছেন তিনি। তাঁর বক্তব‍্য, ঈশ্বর তাকে অনেক কিছু দিয়েছেন। বিনিময়ে এই মহামারিতে তিনিও মানুষের পাশে দাঁড়াতে চান।
সেই সঙ্গে সবাইকে করোনা মোকাবিলায় এগিয়ে আসারও আবেদন করেছেন রানু। এই প্রসঙ্গে রানু বলেন, “যেখানে ভালবাসা সেখানেই ভগবান। সততার ফল কখনও বৃথা যায় না। মানুষ ভাল কাজ করলে তার ফল কখনও না কখনও পাবে।”

people troll ranu mondal for her latest makeup photos1200
রানাঘাট স্টেশনে ভবঘুরে জীবন যাপন করতেন রানু মণ্ডল। লতা মঙ্গেশকরের গান অবলীলায় গাইতেন। সেই গানই একদিন ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। রানু মুম্বইয়ে ডাক পেলেন হিমেশের। এখন মুম্বইয়েরই বাসিন্দা বনে গিয়েছেন রানু। হিমেশ রেশমিয়ার ছবিতে গান গেয়েছেন। উদিত নারায়নের সঙ্গেও শোনা গিয়েছে তাঁর কণ্ঠ।
শোনা গিয়েছে, রানুর জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা, বাঁধা হয়েছে গান। তবে বেশ কিছুদিন আগে জানা যায়, মুম্বইয়ের বাড়ি থেকে ফিরে ফের রানাঘাটের বাড়িতে এসে উঠেছেন রানু। সেখানেই এখন গৃহবন্দি হয়ে রয়েছেন রানু মণ্ডল।


Niranjana Nag

সম্পর্কিত খবর