বাংলাহান্ট ডেস্ক: বাদাম কাকুকে নিয়ে এখন যতই মাতামাতি হোক, তাঁর অনেক আগেই গানের দৌলতে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল (Ranu Mondal)। তাঁর কণ্ঠে লতা মঙ্গেশকরের গান শুনে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। বিস্ময়ের আরো একটি কারণ ছিল। রানাঘাট স্টেশনে বসে থাকা হতশ্রী দশার মহিলার গলায় যে অমন সুর খেলতে পারে তা ভাবতে পারেননি অনেকেই।
ভিডিও ভাইরাল হতে সময়ও লাগেনি। তারপর আর কী! এক ফোনেই রানু পাড়ি দেন মুম্বই। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ড করেন। নানান রিয়েলিটি শোতে মুখ দেখান। রানুও তখন ‘সেলিব্রিটি’। কিন্তু বিভিন্ন কারণে উত্থান যত দ্রুত হয়েছিল পতনও হয় তেমন ঝড়ের গতিতে।
মুম্বই ছেড়ে অনেকদিন আগেই রানাঘাটে ফিরে এসেছেন রানু। মাথা গোঁজার জায়গা হয়েছে একটি ছোট পুরনো বাড়িতে। সেখানেই তাঁর একার সংসার। আর মাঝে মাঝেই এসে হাজির হয় ইউটিউবাররা। ভিডিওতে রানুর মুখ দেখাতে পারলেই লাইক, ভিউয়ের বন্যা।
কেউ এসে সটান মাটিতে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দেন রানুকে। আবার কেউ কেউ শুরু করে দেন নাচগান। নিজের বাড়িতে রানুও অনেকটা প্রাণখোলা। খোশ মেজাজে থাকলে তিনিও সেজেগুজে নাচ শুরু করেন ইউটিউবারদের সঙ্গে। সম্প্রতি একজন যেমন রিল ভিডিও বানিয়েছেন রানুর সঙ্গে।
নাইটির সঙ্গে চোখে কালো সানগ্লাস পরে নায়িকা রানু। হেলেদুলে এগিয়ে যেতেই পেছন থেকে টেনে ধরেন এক ইউটিউবার। রানুর উদ্দেশে তাঁর গান, ‘শুনো না রূপসী, তুমি যে শ্রেয়সী।’ ভিডিও দেখে নেটিজেনরাও হেসে লুটোপুটি খাচ্ছেন।
কারোর বক্তব্য, প্রিয় গানটাকে এভাবে ‘ধর্ষণ’ করলেন! কারোর বক্তব্য, সবকিছুর একটা সীমা থাকা দরকার। একজন মানসিক ভাবে অসুস্থ মানুষকে টাকার জন্য এভাবে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের ‘ফাজলামি’ বন্ধ হওয়া উচিত বলে দাবি করেছেন অনেকেই।
প্রসঙ্গত, কিছুদিন আগে অন্য একটি কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন রানু। বলিউডে তাঁর বায়োপিক মুক্তি পেতে চলেছে, নাম ‘মিস রানু মারিয়া’। নিজের বায়োপিকে গানও গেয়েছেন তিনি। সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে সিধুর সঙ্গে গান রেকর্ড করে এসেছেন রানু।