বাড়িতে সলমন এসে ডুয়েট নেচেছে, ভাইরাল ভিডিওতে দাবি রানু মণ্ডলের

বাংলাহান্ট ডেস্ক: উদ্ভট কথাবার্তার জন‍্য বিশেষ পরিচিতি রয়েছে রানু মণ্ডলের (Ranu Mondal)। একসময় লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। বলিউডেও গিয়েছিলেন রানু। সেখানে তাঁর ও হিমেশ রেশমিয়ার গাওয়া গানও ভাইরাল হয়। এখন অবশ‍্য পরিস্থিতি একেবারেই অন‍্য রকম।

ভাঙাচোরা বাড়িতে কোনো মাথা গোঁজার ঠাঁই রানুর। ইউটিউবারদের কাছে জনপ্রিয় তিনি। কারণ রানুর ওই সব বেফাঁস মন্তব‍্য, যেগুলো একবার ভিডিওতে দেখাতে পারলেই তা ভাইরাল হবেই। তাই প্রায়দিনই রানুর বাড়িতে ইউটিউবারদের যাতায়াত লেগেই থাকে।

867309 ranu mondal daughter reunite
রানু নিজেই জানিয়েছেন, কখনো তাঁর কাছে আর্জি আসে ভাইরাল গান গাওয়ার। আবার কখনো আবদার আসে বিতর্কিত কিছু বলার জন‍্য। রানুও নিজের মনে বলে ফেলেন, হিমেশ রেশমিয়া নাকি টেম্পো নিয়ে এসে তাঁর বাড়ির পাশে বালি ফেলেন!

সম্প্রতি এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রানু দাবি করছেন তাঁর বাড়িতে নাকি সলমন খান, শাহরুখ খানের মতো তারকারা এসেছেন। ভাইরাল ভিডিওতে রানু বলেন, তাঁর বাড়িতে অনেক বলিউড তারকারা এসেছেন। অনিল কাপুর এসেছেন। সলমন খান এসে নাকি ডুয়েটও নেচেছেন। শাহরুখ খানের সঙ্গেও নাকি নেচেছেন রানু।

আর হিমেশ রেশমিয়া? তিনি আসেননি? রানুর উত্তর, হিমেশ আসেননি। কিন্তু তাঁর সঙ্গে কথা হয়েছে তাঁর। তবে এতজন অভিনেতা আসলেও একজন অভিনেত্রীও তাঁর বাড়িতে আসেননি বলে জানিয়েছেন রানু।

https://youtu.be/EiVMMGXs0OM

কথাবার্তার মাঝেই কয়েকটি হিন্দি গানও গেয়ে শুনিয়েছেন রানু। প্রতিটিরই সুর ও কথায় এতটুকুও ভুল হয়নি। তবে হিন্দি গান করলেও টলিউড সুপারস্টার দেবের গান নাকি তিনি জানেন। ‘পরাণ যায় জ্বলিয়া রে’ শোনানোর আর্জি জানাতে হেসেই গড়িয়ে পড়েন রানু।

ভিডিওটি ভাইরাল হলেও নেটনাগরিকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন ইউটিউবারদের উপরে। স্পষ্ট বোঝা যাচ্ছে, রানুর কিছু মানসিক অসুস্থতা রয়েছে। তা সত্ত্বেও কনটেন্টের জন‍্য মানুষ তাঁকে নিয়ে কু্ৎসিত মজা করে চলেছে। এগুলো এবার বন্ধ হওয়া দরকার বলে দাবি নেটনাগরিকদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর