মুম্বই ভুললেও সুর ভোলেনি রানুকে, শ্রেয়া ঘোষালের গান গেয়ে মন ভরালেন ‘রানাঘাটের লতা’

বাংলাহান্ট ডেস্ক: রানু মণ্ডল (Ranu Mondal), তিন বছর আগে নেটপাড়ায় ঝড় তুলেছিল নামটা। সবার মুখে মুখে রানুর নাম, পাড়ায় পাড়ায় বাজছে ‘তেরি মেরি’। রাতারাতি বিখ্যাত হয়ে মুম্বই পৌঁছে যান রানু। তবে সেই স্বপ্নের উড়ান থেকে বাস্তবের মাটিতে আছাড় খেতে বেশি সময় লাগেনি তাঁর। বলিউডের আশ্বাস, স্বপ্ন ছেড়ে রানাঘাটের এক চিলতে ভাঙা বাড়িতেই ফিরে এসেছেন লতাকণ্ঠী।

তবে হিমেশ রেশমিয়া, সলমন খান ভুলে গেলেও রানুকে ভোলেননি ইউটিউবাররা। প্রায়দিনই তাঁর বাড়িতে যাতায়াত লেগেই থাকে ইউটিউবারদের। রানুর বাড়িতে গিয়ে আড্ডা জমায় তারা। গল্পের মাঝেই অনুরোধ আসে গান শোনানোর, কখনো বা নাচ দেখানোর। খালি গলায়ই গান গেয়ে শোনান রানু।

867309 ranu mondal daughter reunite
সম্প্রতই এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে এক ইউটিউবারের অনুরোধে শ্রেয়া ঘোষালের গাওয়া বাংলা গান ‘ঢাক বাজা কাঁসর বাজা’ গেয়ে শোনান রানু। সাজসজ্জার বাহুল্য কোনোদিনই দেখা যায়নি রানুর। এদিনও লাল টিশার্ট কাঁধে গামছা চাপিয়ে খালি গলাতেই গান গেয়েছেন রানু। নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন তাঁর।

কিছুদিন আগে রানুর বাড়িতে এসে উপস্থিত হন গায়ক সিধু (sidhu)। রানাঘাটের ‘লতা মঙ্গেশকর’ বলে পরিচিত রানু। বরাবর সুরসম্রাজ্ঞীর গানই গেয়ে এসেছেন তিনি। এদিনও সিধুর সঙ্গে ‘যো ওয়াদা কিয়া উয়ো’ গানটি গান তিনি। গিটারে সুর তুলে সিধুও গলা মেলালেন রানুর সঙ্গে। তিনি নিজে ভিডিওটি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছিলেন, ‘রানুদির সঙ্গে কাটানো কিছু সময়’।

বলিউডে তৈরি হচ্ছে রানুর বায়োপিক, ‘মিস রানু মারিয়া’। কিছুদিন আগেই রানাঘাটে গায়িকার বাড়ি গিয়ে তাঁর সঙ্গে আড্ডা দিয়ে এসেছেন অভিনেত্রী ঈশিকা। খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ‍্য করেছেন রানুকে। পর্দায় চরিত্রটা ফুটিয়ে তুলতে যাতে কোনো খামতি না থেকে যায় তার জন‍্যই এত তোড়জোড় বলে জানিয়েছিলেন ঈশিকা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর