‘টাপা টিনি’ চ‍্যালেঞ্জে গা ভাসালেন রানু, ‘বেলাশুরু’র সুপারহিট গান গেয়ে ভাইরাল ‘তেরি মেরি’ গায়িকা

বাংলাহান্ট ডেস্ক: সুদিন চলে গিয়েছে রানু মণ্ডলের (Ranu Mondal)। কিন্তু একেবারে গায়েবও হয়ে যাননি তিনি নেটপাড়া থেকে। ইউটিউবারদের মাঝে এখনো সমান জনপ্রিয় রানু। প্রায়দিনই তাঁর বাড়িতে ইউটিউবারদের আনাগোনা লেগেই থাকে। তাদের নানান রকম দাবি। তবে সেসবের মধ‍্যে একটা দাবি কমন। রানুর কণ্ঠে নতুন ভাইরাল গান শোনার আর্জি।

এক সময়ে ভাইরাল গান এনেছিলেন রানু। হিমেশ রেশমিয়ার সুরে ‘তেরি মেরি কাহানি’ গেয়েছিলেন তিনি। রানুর দৌলতেই ভাইরাল হয়েছিল সে গান। সর্বত্র তেরি মেরি শুনতে শুনতে এক সময় পাগল হওয়ার জো হয়েছিল মানুষের।

Ranu mandol and himesh 660 1 1
তারপরেও অনেক ভাইরাল গান এসেছে গিয়েছে। কখনো নেটপাড়া কাঁপিয়েছে ‘মানিকে মাগে হিতে’, আবার তার জায়গায় এসেছে ‘কাঁচা বাদাম’। সেসব গান শোনানোর আর্জি নিয়ে রানুর কাছে এসেছেন অনেকে। দু কলি গেয়েও শুনিয়েছেন তিনি। এবার তাঁর গলায় শোনা গেল ‘বেলাশুরু’ ছবির সুপারহিট গান ‘টাপা টিনি’।

ছবি এখনো মুক্তি পায়নি। এর মধ‍্যেই হিট ‘টাপা টিনি’। অপরাজিতা আঢ‍্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, মনামী ঘোষ ও ইন্দ্রাণী দত্তের নাচের ট্রেন্ডিং স্টেপ আরো জনপ্রিয় করে তুলেছে গানটিকে। সোশ‍্যাল মিডিয়ায় ‘টাপা টিনি চ‍্যালেঞ্জ’ চলছে। তারকারাও পা মেলাচ্ছেন গানের তালে।

রানু অবশ‍্য নাচেননি। তিনি শুধু গেয়েছেন। এক ইউটিউবার গানটা শিখিয়েছেন তাঁকে। আর কম সময়ের মধ‍্যেই দিব‍্যি গানটা তুলেও নিয়েছেন রানু। সুরে একটু এদিক ওদিক হলেও রানুর টাপা টিনি গান ভাইরাল হয়েছে নেটমাধ‍্যমে।

এর আগে ইউটিউবারের সঙ্গে ইংরেজিতে কথোপকথন চালাতে দেখা গিয়েছিল রানুকে। কথার মাঝে একটা দুটো হিন্দি বা বাংলা শব্দ ঢুকে গেলেও মোটের উপর বেশ ভালোই ইংরেজি বলেছেন তিনি। ইউটিউবার জানিয়েছিলেন, রানু যা বলেছেন সবটা নিজের থেকেই বলেছেন‌। তিনি কিছুই শিখিয়ে দেননি। নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছিলেন রানু।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর