বাংলাহান্ট ডেস্ক: রানাঘাটের রানু মণ্ডলকে এখন সেলিব্রিটি বললে কম কিছু বলা হয়না। রানাঘাটের রেলস্টেশন থেকে বেরিয়ে মুম্বইয়ের ঝাঁ চকচকে লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গিয়েছেন তিনি। বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার সুরে গান গেয়েছেন। মাঝে মাঝেই নানা রিয়েলিটি শোতেও ডাক পাচ্ছেন রানু। তারকাসুলভ জীবনের থেকে এ আর কম কি?
তারকা বনে যাওয়ার পরপরই রানাঘাটের পুরোনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠে গিয়েছিলেন রানু। শোনা গিয়েছিল মুম্বইতেও একটি বাড়ি কিনেছেন তিনি। তবে এবার পাওয়া গেল অন্য খবর।
রানাঘাটের আগের পুরোনো বাড়িতেই নাকি ফিরে এসেছেন রানু। অনেকেই বলছেন আগের মতো নাকি আর কাজ পাচ্ছেন না তিনি। তাই বাধ্য হয়ে পুরোনো বাড়িতেই ফের গিয়ে উঠেছেন।
কথাটা অবশ্য খুব একটা ভুল নয়। বেশ কিছুদিন যাবত রানুকে আর দেখা যায় না মিডিয়ার সামনে। আগে কোনও না কোনও কারনে ভাইরাল হতেন রানু। কিন্তু এখন আর তাঁর দেখাই পাওয়া যায় না। নেটিজেনদের একাংশ বলছেন, রানুর জনপ্রিয়তা এখন স্তিমিত। আবার অনেকে বলছেন, এর আগে তিনি মিডিয়ার সামনে যে কাণ্ডকারখানা করেছেন তাতে নিজের ভুল বুঝতে পেরেছেন রানু।
এমন খবরও পাওয়া গিয়েছে যে পুরোনো বাড়িতে ফিরে নিজের বায়োপিক তৈরির কাজ শুরু করেছেন রানু মণ্ডল। সেই কারনেই সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আর তাঁকে দেখা যায় না। তবে এই খবর সত্যি কি মিথ্যে তা যাচাই করা হয়নি।