যার জন্য রাতারাতি সেলিব্রেটি রানু মন্ডল, সেই অতীন্দ্রকেই ‘চাকর’ বললেন তিনি

 

বাংলা হান্ট ডেস্ক ঃ রানাঘাট স্টেশনে পড়ে থাকা অসহায় রানু মন্ডলকে রাতারাতি সেলিব্রিটি বানিয়েছে সোশ্যাল মিডিয়া। যদিও তার সবটাই সম্ভব হয়েছে অতীন্দ্র বাবুর জন্য। কারণ প্রথমবার রানু মন্ডলের গানের ভিডিও অতীন্দ্র বাবুই ফেসবুকে দেয়, তারপরই লতাকন্ঠী রানু মন্ডলের গান ভাইরাল হয়ে যায় গোটা ইন্টারনেট জুড়ে।

নানান রকম সুযোগ সুবিধাও পান রানু, এমনকি বলিউডের ক্ষাতনামা গায়ক হিমেশ রেশমিয়ার সাথে গান গাওয়ার সুযোগও পান তিনি। কিন্তু মুম্বাই থেকে ফিরতেই দেখা গেল অন্য চিত্র।

IMG 20190828 165712
অতীন্দ্রবাবুর ব্যাপারে প্রশ্ন করা হলে মুখ ভঙ্গিমা করে রানু মন্ডল উত্তর দেয়,” সে ভগবানের দৌলতে সব পেয়েছে। অতীন্দ্রবাবু শুধু ভগবানের চাকর।” শুধু কথাতেই নয়, রানু মন্ডল এর মুখভঙ্গিমায় স্পষ্ট যে এই প্রশ্নে সে কতটা বিরক্ত। যার জন্য আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছেন তিনি সেই অতীন্দ্রবাবুকে নিয়ে এমন মন্তব্য করায় ফের সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে রানু মন্ডল এর বিরুদ্ধে।

সম্পর্কিত খবর