বাংলাহান্ট ডেস্ক : এখনো অব্যাহত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia) বিতর্ক। এক কমেডি শোতে ‘বাবা মায়ের যৌনতা’ নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। পশ্চিমবঙ্গ সহ একাধিক জায়গায় এফআইআর দায়ের করা হয়েছিল রণবীরের (Ranveer Allahbadia) বিরুদ্ধে। ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেছিলেন ইউটিউবার। কিন্তু লাভ হয়নি। তারপরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন রণবীর। কী সমাধান পেলেন?
সুপ্রিম কোর্টের দ্বারস্থ রণবীর (Ranveer Allahbadia)
মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল রণবীরের (Ranveer Allahbadia) মামলার শুনানি। এদিন শুনানিতে কিছুটা স্বস্তি পেয়েছেন ইউটিউবার। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এই বিষয়ে তাঁর বিরুদ্ধে আর কোনো অভিযোগ দায়ের করা যাবে না পুলিশে। এদিক দিয়ে খানিক স্বস্তি পেয়েছেন রণবীর (Ranveer Allahbadia)। তবে আদালত তাঁর মন্তব্যের চূড়ান্ত সমালোচনা করেছে।
কী বললেন বিচারপতি: রণবীরের (Ranveer Allahbadia) মন্তব্যের তীব্র সমালোচনা করে সুপ্রিম বিচারপতি বলেন, এই ধরণের আচরণের নিন্দা করা উচিত। তাঁর মনে অত্যন্ত নোংরা কিছু জমা ছিল যা তিনি শোতে গিয়ে উগরে দিয়েছেন। এহেন মন্তব্য বিকৃত মনের প্রতিফলন বলে মন্তব্য করেন বিচারপতি। রণবীরকে (Ranveer Allahbadia) তীব্র ভর্ৎসনা করেছেন তিনি।
আরো পড়ুন : মানা হল না দর্শকদের কথা, TRP টানতে ফের ট্র্যাক বদল গল্পের! উঠল সিরিয়াল শেষের দাবি
ভর্ৎসনার মুখে ইউটিউবার: বিচারপতি এদিন স্পষ্ট বলেন, শুধুমাত্র জনপ্রিয় বলেই কেউ সমাজকে হালকাভাবে নিতে পারেন না। সঙ্গে তিনি প্রশ্ন করেছেন, ‘পৃথিবীতে কি এমন কেউ আছেন, যিনি এই ভাষা পছন্দ করেন? তাঁর মনে খুব নোংরা কিছু আছে যা তিনি উগরে দিয়েছেন। আমরা কেন তাঁকে রক্ষা করব?’
আরো পড়ুন : একী অবস্থা! AC-র হাওয়া খেতে হলেও মানতে হবে নিয়ম, ফতোয়া জারি বাংলাদেশে
প্রসঙ্গত, কমেডি শোতে মন্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র বিতর্ক হতেই প্রমাদ গোনেন রণবীর (Ranveer Allahbadia)। তড়িঘড়ি একটি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন তিনি। কিন্তু রেহাই মেলেনি। দুদিনে নিজের ইউটিউব চ্যানেলে কয়েক লক্ষ সাবস্ক্রাইবার হারিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টও আপাতত কোনো ইউটিউব অনুষ্ঠান সম্প্রচার করতে বারণ করেছে রণবীরকে।