বাংলাহান্ট ডেস্ক : কমেডি শোতে ‘বেফাঁস’ মন্তব্য করে বিতর্কের আগুনে পুড়ছেন রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। চর্চিত তিনি আগত থেকেই ছিলেন। ইউটিউব জগতের পরিচিত মুখ। নামীদামী তারকা থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে পুরস্কারও নিয়েছেন। সেই রণবীর (Ranveer Allahbadia) আচমকা রোষানলে।
আবারো চর্চায় বিতর্কিত রণবীর (Ranveer Allahbadia)
তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক এফআইআর। ইতিমধ্যেই খুইয়েছেন বহু সাবস্ক্রাইবার, ফলোয়ার। সর্বত্র রণবীরের (Ranveer Allahbadia) নামে চলছে ছিছিক্কার। মশকরার নামে ‘বাবা মায়ের সঙ্গে যৌনতা’র মতো ঘৃণ্য, কদর্য মন্তব্য করে এখন কার্যত হাত কামড়াচ্ছেন অন্যতম সফল এই ইউটিউবার। তবে একই সঙ্গে আরো একটি কারণে চর্চা চলছে তাঁকে নিয়ে।
পদবীর ইতিহাস কী: রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia), আদতে কোথাকার মানুষ তিনি? তাঁর পারিবারিক ব্যাকগ্রাউন্ডই বা কী? বর্তমানে এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে অনেকের মনে। বিশেষ করে তাঁর পদবী নিয়ে খটকা লেগেছে অনেকের। একবার কমেডিয়ান ভারতী সিংও প্রশ্ন করেছিলেন রণবীরকে (Ranveer Allahbadia), এলাহাবাদ থেকে মুম্বই কবে এলেন তিনি? উত্তরে রণবীর জানিয়েছিলেন, তাঁর পদবীর সঙ্গে এলাহাবাদের কোনো সম্পর্ক নেই। এই প্রসঙ্গেই নিজের পদবীর উৎপত্তির কাহিনি শুনিয়েছিলেন তিনি, যা এখন নতুন করে চর্চায় উঠে এসেছে।
আরো পড়ুন : জলসার পর্দায় “প্রথম” বার! চলতি মাসেই প্রোমো শুট, নতুন সিরিয়াল ঘিরে লাফিয়ে বাড়ছে উন্মাদনা
মুখ খোলেন রণবীর: রণবীর (Ranveer Allahbadia) বলেছিলেন, তাঁর বাবা জানিয়েছিলেন যে তাঁদের এক আত্মীয় ছিলেন কবি। তাঁর উপাধি ছিল এলাহাবাদিয়া। সেই থেকেই তা তাঁদের পদবী হয়ে ওঠে। তবে তাঁদের আসল পদবী নাকি ছিল অরোরা। যদিও তা কোথাও লিখিত নেই। রণবীর (Ranveer Allahbadia) আরো বলেছিলেন, তাঁর বাবার পরিবারের কোনো এক পূর্বনারী নাকি ছিলেন শিখ।
আরো পড়ুন : হু হু করে কমছে সাবস্ক্রাইবার, প্রেস্টিজ “পাংচার”, মুখ পুড়তেই “দায়সারা” ক্ষমা চাইলেন রণবীর!
এরপরেই নিজের কাকার বলা একটি কাহিনি শুনিয়েছিলেন রণবীর (Ranveer Allahbadia)। তিনি বলেছিলেন, তাঁর কাকার গল্প অনুযায়ী, তাঁদের পরিবার আসলে পাকিস্তান থেকে এসেছে। সে সময়ে শিক্ষাবিদদের নানান উপাধি দেওয়া হত। তাঁদের এক পূর্বপুরুষ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, যিনি ‘ইলম ওয়াদি’ উপাধি পেয়েছিলেন। পরে তাঁর পরিবার ভারতে এলে তা পরিবর্তিত হয়ে হয় এলাহাবাদিয়া। এই পডকাস্টটি নতুন করে ভাইরাল হতেই প্রশ্ন উঠছে শুরু করেছে, তবে কি সত্যিই রণবীরের শিকড় রয়েছে পাকিস্তানে? এমনকি তিনি নিজেও একবার মন্তব্য করেছিলেন, তিনি হিন্দু হলেও বাইবেল ভার্স ট্যাটু করিয়েছেন হাতে।