হু হু করে কমছে সাবস্ক্রাইবার, প্রেস্টিজ “পাংচার”, মুখ পুড়তেই “দায়সারা” ক্ষমা চাইলেন রণবীর!

বাংলাহান্ট ডেস্ক : তিল তিল করে গড়ে তোলা কেরিয়ার, আকাশছোঁয়া খ্যাতি সব জলাঞ্জলি! এখন কার্যত ছিছিক্কার শুনতে হচ্ছে রণবীর এলাহাবাদিয়াকে (Ranveer Allahbadia)। ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ শোতে তাঁর একটি মন্তব্য সমালোচনার ঝড় তুলে দিয়েছে সর্বত্র। শুধুই ধিক্কার নয়, রীতিমতো আইনি জালে ফেঁসেছেন রণবীর (Ranveer Allahbadia)। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে একাধিক রাজ্যে। লাগাতার চাপ, সমালোচনার মুখে পড়ে শেষমেষ ক্ষমা প্রার্থনা করলেন ইউটিউবার।

অবশেষে ক্ষমা চাইলেন রণবীর (Ranveer Allahbadia)

সোমবার থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia), যিনি ইউটিউব জগত পরিচিত ‘বিয়ারবাইসেপস’ নামে। সম্প্রতি তাঁর একটি মন্তব্য সকলের চোখেই তাঁকে অনেক নীচে নামিয়ে দিয়েছে। এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে সাবস্ক্রাইবার। দেশের অন্যতম সফল ইউটিউবার এখন কার্যত বাতিলের খাতায় যেতে বসেছেন। চাপে পড়েই অবশেষে মুখ খুললেন রণবীর।

Ranveer Allahbadia stated an apology

কী বললেন ইউটিউবার: এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে রণবীরকে (Ranveer Allahbadia) বলতে শোনা গিয়েছে, স্বপক্ষে কোনো যুক্তি দিতে আসেননি তিনি। শুধু ক্ষমা চাইতে পারেন তিনি। যা বলেছেন তা ঠিক বলেননি। কমেডি তাঁর বিষয় নয়, যা বলেছেন তা ঠিক বলেননি। ওটা হাস্যকর ছিলও না। রণবীর (Ranveer Allahbadia) আরো বলেন, পরিবার হচ্ছে সর্বশেষ বিষয় যা নিয়ে তিনি অপমানজনক মন্তব্য করতে পারেন।

আরো পড়ুন : মোদীর মার্কিন সফরের আগেই মোক্ষম “ধাক্কা” ট্রাম্পের! মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের

ভিডিও সরানোর আর্জি: রণবীরকে (Ranveer Allahbadia) আরো বলতে শোনা যায়, নেট মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া থেকে সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন তিনি। পাশাপাশি বিতর্কিত অংশগুলিও বাদ দেওয়ার কথা তিনি শো নির্মাতাদের জানিয়েছেন বলেও মন্তব্য করেন রণবীর (Ranveer Allahbadia)। সেই সঙ্গে তিনি অনুরোধ করেছেন, মানবিকতার খাতিরে তাঁকে ক্ষমা করা হোক।

আরো পড়ুন : দুর্নীতিতে লজ্জার পরিসংখ্যান! সমগ্র বিশ্বে মুখ পুড়ল পাকিস্তানের, কোথায় দাঁড়িয়ে ভারত?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলিতে দেখা যায়, এক প্রতিযোগীর উদ্দেশে ‘বাবা মায়ের যৌনতা’ সংক্রান্ত অত্যন্ত অশালীন মন্তব্য করেন রণবীর (Ranveer Allahbadia)। সেখানেই না থেমে তিনি প্রশ্ন করেন, তাতে কি তিনি ‘যোগ’ দেবেন? শুধু তাই নয়, শোয়ের বিভিন্ন সময় আরো একাধিক অশ্লীল এবং আপত্তিকর মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। একটি একজন পুরুষ প্রতিযোগীকে ২ কোটি টাকার বিনিময়ে ‘শারীরিক সুখ’ দেওয়ার অশ্লীল প্রস্তাবও দিতে দেখা যায় তাঁকে জনসমক্ষে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর