বাংলাহান্ট ডেস্ক : তিল তিল করে গড়ে তোলা কেরিয়ার, আকাশছোঁয়া খ্যাতি সব জলাঞ্জলি! এখন কার্যত ছিছিক্কার শুনতে হচ্ছে রণবীর এলাহাবাদিয়াকে (Ranveer Allahbadia)। ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ শোতে তাঁর একটি মন্তব্য সমালোচনার ঝড় তুলে দিয়েছে সর্বত্র। শুধুই ধিক্কার নয়, রীতিমতো আইনি জালে ফেঁসেছেন রণবীর (Ranveer Allahbadia)। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে একাধিক রাজ্যে। লাগাতার চাপ, সমালোচনার মুখে পড়ে শেষমেষ ক্ষমা প্রার্থনা করলেন ইউটিউবার।
অবশেষে ক্ষমা চাইলেন রণবীর (Ranveer Allahbadia)
সোমবার থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia), যিনি ইউটিউব জগত পরিচিত ‘বিয়ারবাইসেপস’ নামে। সম্প্রতি তাঁর একটি মন্তব্য সকলের চোখেই তাঁকে অনেক নীচে নামিয়ে দিয়েছে। এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে সাবস্ক্রাইবার। দেশের অন্যতম সফল ইউটিউবার এখন কার্যত বাতিলের খাতায় যেতে বসেছেন। চাপে পড়েই অবশেষে মুখ খুললেন রণবীর।
কী বললেন ইউটিউবার: এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে রণবীরকে (Ranveer Allahbadia) বলতে শোনা গিয়েছে, স্বপক্ষে কোনো যুক্তি দিতে আসেননি তিনি। শুধু ক্ষমা চাইতে পারেন তিনি। যা বলেছেন তা ঠিক বলেননি। কমেডি তাঁর বিষয় নয়, যা বলেছেন তা ঠিক বলেননি। ওটা হাস্যকর ছিলও না। রণবীর (Ranveer Allahbadia) আরো বলেন, পরিবার হচ্ছে সর্বশেষ বিষয় যা নিয়ে তিনি অপমানজনক মন্তব্য করতে পারেন। সেই সঙ্গে তিনি অনুরোধ করেছেন, মানবিকতার খাতিরে তাঁকে ক্ষমা করা হোক।
আরো পড়ুন : মোদীর মার্কিন সফরের আগেই মোক্ষম “ধাক্কা” ট্রাম্পের! মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের
কী বললেন অরিজিৎ: এ বিষয়ে মুখ খুলেছেন জনপ্রিয় বাঙালি পডকাস্টার অরিজিৎ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘যে কমেডি শোতে গিয়ে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা বিখ্যাতর বদলে কুখ্যাত বললেই সঠিক কথা হবে কারণ কমেডি এবং ছ্যাঁচড়ামি মধ্যে যে একটি ফারাক রয়েছে সেটা এখানে আসা লোকজন জানেন না । দ্বিতীয়ত কন্টেন্ট ক্রিয়েশনের অদ্ভুত এক যুগে, যেখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছ্যাঁচড়ামো করাটাও অনেক ক্ষেত্রে কনটেন্ট ক্রিয়েশন হয়ে দাঁড়িয়েছে সেখানে পডকাস্টিংএর একটা আলাদা মাত্রা তৈরি হচ্ছিল । অনেক মানুষই এই সমস্ত আলোচনার ভিডিও দেখে অনেক শিক্ষা লাভ করতে পারছিল আবার জীবনে তাদের একটি পজেটিভ এফেক্ট ও আসছিল’।
আরো পড়ুন : দুর্নীতিতে লজ্জার পরিসংখ্যান! সমগ্র বিশ্বে মুখ পুড়ল পাকিস্তানের, কোথায় দাঁড়িয়ে ভারত?
তিনি আরো লেখেন, ‘বর্তমানে এমন একটা সময় এসেছে যেখানে ভদ্র ভিডিও বানালে যে পরিমাণ ফুটেজ আপনি পাবেন তার থেকে ১০০ গুণ ফুটেজ আপনি পাবেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছোটলোকামী করলে । যেমন ধরুন আপনি রানভীরের এই অসভ্যতামির পর ওকে খবরে বেশি দেখতে পাবেন । আবার পডকাস্ট কনটেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত বলে আমি এটাও জানি যে খবরে যত বেশি থাকবে তার মাসের শেষে গিয়ে রোজগার তত বেশি হবে।’ অরিজিৎ অনুরোধ করেছেন, ভালো কনটেন্ট ক্রিয়েটারদের কনটেন্ট দেখতে। এতে সকলেরই মঙ্গল হবে।