বাংলাহান্ট ডেস্ক : কমেডি শোয়ে কুৎসিত মন্তব্য করে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। ‘বাবা মায়ের যৌনতা’ বিষয়ে কুরুচিকর প্রশ্ন করে রাতারাতি সমগ্র দেশের সবথেকে ‘ঘৃণ্য’ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। এই মামলাতেই এবার অসম পুলিশের কাছে হাজিরা দিলেন রণবীর (Ranveer Allahbadia)। ৭ ই মার্চ, শুক্রবার হাজিরা দেন তিনি।
অসম পুলিশের কাছে হাজিরা রণবীরের (Ranveer Allahbadia)
উল্লেখ্য মুম্বই পুলিশ, মহারাষ্ট্র সাইবার পুলিশ এবং গুয়াহাটি পুলিশ রণবীরের মামলার তদন্ত করছে। মহারাষ্ট্র সাইবার পুলিশের সামনে তিনি স্বীকার করেছিলেন যে, এই মন্তব্য করে তিনি ভুল করেছেন। শুধু তাই নয়, জাতীয় মহিলা কমিশনের সামনেও হাজিরা দিয়েছিলেন রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia) সহ অপূর্বা মুখিজা, তুষার পূজারী এবং সৌরভ বোথরা। কমিশনের কাছে লিখিত ভাবে ক্ষমা প্রার্থনাও করেছিলেন ইউটিউবার অপূর্বা।
ভুল স্বীকার ইউটিউবারদের: এ বিষয়ে জাতীয় মহিলা কমিশনের প্রধান এ বিষয়ে বলেন, কমিশন অনুপযুক্ত ভাষার ব্যবহার একেবারেই মেনে নেবে না। সমাজে প্রভাবের কথা মাথায় রেখেই তাঁদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছিল। তবে তাঁরা কমিশনের সামনে এসে স্বীকার করেছিলেন যে তাঁদের এমন ভাবে মন্তব্য করা উচিত হয়নি।
আরো পড়ুন : ফের জমবে TRP-র যুদ্ধ, মুখোমুখি দুই চ্যানেল, কখন দেখবেন সোনার সংসার-পরিবার অ্যাওয়ার্ড?
শো ফেরানোর অনুমতি: সম্প্রতি রণবীরের (Ranveer Allahbadia) শোটি পুনরায় চালু করার অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটিশ্বর সিং এর বেঞ্চ ‘দ্য রণবীর শো’কে পুনরায় চালু করার অনুমতি দিয়েছে। কারণ রণবীর (Ranveer Allahbadia) আদালতের কাছে জানিয়েছিলেন, তাঁর শোয়ের সম্প্রচারের উপরে প্রায় ২৮০ জন কর্মচারীর জীবিকা নির্ভর করে রয়েছে।
আরো পড়ুন : নায়ক নায়িকার প্রেমে কাঁচি, রোম্যান্স জমে ওঠার আগেই TRP-র কোপে জলসার মেগা
এরপরেই রণবীরের শো আবারো চালু করার অনুমতি দিয়ে আদালতের নির্দেশনামায় বলা হয়, আবেদনকারীকে এখনো পর্যন্ত শোয়ের সম্প্রচার থেকে বিরত রাখা হয়েছিল। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তাঁর শোতে শালীনতা, নৈতিকতার মান বজায় রাখবেন। এই শর্তেই রণবীরের শো আবারো চালু করার অনুমতি দেওয়া হয়।