গৃহবন্দি হয়েই তুমুল ঝগড়া দীপিকা-রণবীরের, স্ত্রীর পরিবারের কাছে নালিশ অভিনেতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে করোনার সংক্রমণের জন্য বহু তারকাই ঘরবন্দি হয়ে রয়েছেন। জমায়েত এড়িয়ে চলছেন। ব‍্যতিক্রম নন দীপিকা পাডুকোন ও রণবীর সিংও। করোনা সংক্রমণের ভয়ে বন্ধ জিম, স্টুডিও পাড়া থেকে রেস্তোরাঁ সবই। তাই বাধ‍্য হয়ে সব কাজ বাড়িতেই করতে হচ্ছে তাঁদের। লকডাউনে গৃহবন্দি হয়ে সব কাজের দায়িত্ব নিজের কাঁধেই নি নিয়েছেন দীপিকা। আর এতেই বেজায় চটেছেন রণবীর।


বাড়ি বসে একের পর এক কাজ করেই চলেছেন দীপ্পি। কখনও রণবীরের জন‍্য রান্না করছেন হরেক পদ, কখনও বাসন মাজছেন আবার কখনও ঝাঁটা তুলে নিচ্ছেন হাতে। কিছুদিন আগেই ঘর পরিষ্কার করতে গিয়ে কোমরে আঘাত পেয়েছিলেন অভিনেত্রী। রণবীর তখনই তাঁকে বলেছিলেন বিশ্রাম নিতে। কিন্তু তিনি চোখের আড়াল হতেই ফের কাজে নেমে পড়েন দীপিকা। এই কাণ্ড দেখে স্বাভাবিক ভাবেই বেজায় চটেছিলেন রণবীর। একথা নিজেই স্বীকার করেছেন দীপিকা।

https://www.instagram.com/p/B-j7QLcD0XB/?igshid=1b5by7ka0wex7

স্ত্রী নাকি কিছুতেই চুপ করে বসতে পারেন না, এমনটাই বক্তব‍্য অভিনেতার। এমনকি পরিবিরের হোয়াটসঅ্যাপ গ্রুপেও নাকি দীপিকার নামে নালিশ ঠুকেছেন রণবীর। তবে এসব কিছুই চুটিয়ে উপভোগ করছেন রণবীর ঘরণী। দুজনের ব‍্যস্ত শিডিউলে এমন ফাঁকা সময় খুবই দুর্লভ। তাই এই কটা দিন বেশ করে উপভোগ করে নিতে চান দুজনেই। করোনা আতঙ্কের মধ‍্যে এভাবেই খুশি খুঁজে নিচ্ছেন রণবীর ও দীপিকা।

https://www.instagram.com/p/B-ea9EZDp3-/?igshid=17l859vune3rd

সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেছিলেন দীপিকা। সেখানে দেখা গিয়েছিল হরেক রকমারি পদের ছবি। নিজেই সেই সব রান্না করেছেন বলেও জানান তিনি। আবার ফাঁকতালে রণবীরের সঙ্গে খুনসুটিতে মাততেও ভোলেননি দীপিকা।

X