বাংলাহান্ট ডেস্ক : গত সেপ্টেম্বরে দীপিকা পাডুকোনের (Deepika Padukone) কোল আলো করে এসেছে একরত্তি কন্যা সন্তান। আদর করে মেয়ের নাম রেখেছেন দুয়া, দুয়া পাডুকোন সিং। জন্মের পর থেকে পাপারাৎজির ক্যামেরার লেন্স থেকে মেয়েকে আড়ালেই রেখেছেন দীপিকা (Deepika Padukone) রণবীর। অভিনেত্রী অবশ্য মা হওয়ার পর প্রকাশ্যে এসেছেন বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে। এবার মুম্বই ফিরেছেন তিনি। সেই সঙ্গে দুয়াকে নিয়ে প্রকাশ্যে এসেছে আরো এক খবর।
দীপিকার (Deepika Padukone) মেয়ের জন্য বড় সিদ্ধান্ত রণবীরের মায়ের
গত ৮ ই ডিসেম্বর তিন মাস পূর্ণ হয়েছে ছোট্ট দুয়ার। আর এই উপলক্ষে এক বড় সিদ্ধান্ত নেন দীপিকার (Deepika Padukone) শাশুড়ি মা অঞ্জু ভাবনানি। নাতনির শুভ কামনা করে নিজের চুল দান করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই খবর। রণবীরের মায়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট হলেও নেট পাড়ায় বর্তমানে ভাইরাল তাঁর পোস্টের স্ক্রিনশট।
পোস্টে কী লিখেছেন অঞ্জু: সেখানে দেখা যাচ্ছে, হাতে চারটি কাটা বিনুনি নিয়ে পোজ দিয়েছেন দুয়ার ঠাকুমা। অপর একটি ছবিতে দেখা গিয়েছে নিজের চুল কতটা কেটে ফেলেছেন তিনি। পোস্টে অঞ্জু লিখেছেন, ‘তিন মাসের জন্মদিনের শুভেচ্ছা আমার ছোট্ট দুয়া। ভালোবাসা এবং আশার সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করা যাক। দুয়ার বড় হওয়া উদযাপন করার সঙ্গে সঙ্গে উদারতার শক্তিও মনে রাখতে হবে। আশা করি এই ছোট্ট কাজে কারোর আত্মবিশ্বাস ফিরে আসবে’।
আরো পড়ুন : আস্ত চুনি খোদাই করে তৈরি! হীরে-পান্না খচিত মুকুট হিন্দু মন্দিরে দান করলেন মুসলিম শিল্পী, জানালেন…..
মেয়েকে নিয়ে মুম্বই ফিরেছেন দীপিকা: সম্প্রতি বেঙ্গালুরু থেকে মুম্বই ফিরে এসেছেন দীপিকা (Deepika Padukone)। কালিনা বিমানবন্দর থেকে বেরোনোর সময়ে পাপারাৎজির লেন্সবন্দি হন তিনি। তাঁর কোলেই ছিল ছোট্ট দুয়া। যদিও মেয়ের মুখ যাতে না দেখতে হয় সে দিকে সতর্ক ছিলেন অভিনেত্রী।
আরো পড়ুন : তর্জন-গর্জনই সার! ভারত এই জিনিসগুলির রফতানি বন্ধ করলেই উজাড় হবে বাংলাদেশ, রইল তালিকা
প্রসঙ্গত, সদ্য একই ছবিতে একসঙ্গে কাজ করেছেন দীপিকা (Deepika Padukone) রণবীর। রোহিত শেট্টির ‘সিংঘম এগেইন’এ একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে। যদিও আপাতত মেয়ের জন্য শুটিং থেকে থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন রণবীর দীপিকা। মেয়েকে সামলাতেই ব্যস্ত বলিউডের হেভিওয়েট দম্পতি।
View this post on Instagram