বড় বড় চোখের মিষ্টি বাচ্চাটি আজ বলিউডের রাণী! দেখুন তো চেনেন কিনা?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অভিনেতা অভিনেত্রীদের ছোটবেলার কতশত ছবিই না ভাইরল হয় নেটপাড়ায়। এক নজরে তাদের দেখে চেনা দায়! যেমন এই ছবিটি। ইনি যে আজকের বলিউডের একজন অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী তা বুঝতে পারলেন?

ইনি আর কেউ নন, স্বয়ং অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)! বলিপাড়ার ‘পাওয়ার কাপল’ দের একজন দীপিকা ও রণবীর সিং (Ranveer Singh)। অভিনয় বলুন কী আর্থ সামাজিক প্রতিপত্তি, স্বামী স্ত্রী কেউ কারোর থেকে কম যায় না। দুজনেই একাধিক সম্পর্কের পর বিয়ের পিঁড়িতে বসেছেন। চার বছর কেটে যাওয়ার পরেও প্রেম বাড়ছে দিন দিন। কিন্তু সুখবর দেওয়ার নাম নেই ‘দীপবীর’ জুটির।

গুঞ্জন অবশ‍্য একেবারেই ওঠেনি এমনটা নয়। একাধিক বার কানাঘুঁষো শোনা গিয়েছে, পরিবারে নতুন অতিথি আসছে দীপিকা রণবীরের। কিন্তু কোথায় কী? এদিকে সম্প্রতি রণবীরের সোশ‍্যাল মিডিয়ায় দেখা মিলল এক খুদের। এক ছোট্ট মিষ্টি মেয়ের ছবি শেয়ার করেছেন রণবীর। গোলাপি জামা পরে মাথায় ঝুঁটি বেঁধে একটি ছোট্ট ট্রাইসাইকেলের উপরে বসে সে। বড় বড় চোখ করে তাকিয়ে ক‍্যামেরার দিকে।

রণবীরের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে হঠাৎ এই খুদের ছবি কেন? তবে কি নতুন সদস‍্য আসার ইঙ্গিত দিচ্ছেন অভিনেতা? আর এই বাচ্চাটাই বা কে? এই মিষ্টি খুদেই হল রণবীর ঘরণী দীপিকা পাডুকোন!

আসলে সম্প্রতি বেঙ্গালুরুতে নিজের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন রণবীর। মাঝে মধ‍্যে একটু জামাই আদর না খেলে চলে? সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। যার মধ‍্যে ছিল দীপিকার ছোটবেলার এই মিষ্টি ছবিটিও। এক নজর দেখলে বোঝা দায় যে এই মিষ্টি মুখের মেয়েটাই এখন গোটা বলিউডে রাজত্ব চালাচ্ছেন।

শুধু মেয়ের নয়, তাঁর বাবা অর্থাৎ নিজের শ্বশুর মশাইয়েরও একটি ছবি শেয়ার করেছেন রণবীর। প্রখ‍্যাত ব‍্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাডুকোনের একটি যুবক বয়সের ছবি শেয়ার করেছেন তিনি। জামাইয়ের জন‍্য এদিন বিশেষ ‘চিরোতি হালু’ও রেঁধেছিলেন দীপিকার মা।

প্রসঙ্গত, আগামীতে বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে রণবীরকে। তার মধ‍্যে রয়েছে জয়েশভাই জোরদার, রকি অউর রানি কি প্রেম কাহানি, সিম্বা ২, সার্কাসের মতো ছবি। অন‍্যদিকে দীপিকার হাতে রয়েছে পাঠান এবং ফাইটার।

সম্পর্কিত খবর

X