বাংলাহান্ট ডেস্ক: ছবিমুক্তির পর থেকেই লাগাতার খারাপ পারফর্ম করে আসছে রণবীর সিং (ranveer singh) অভিনীত ‘৮৩’ (83)। ফিল্ম সমালোচকদের তরফে বেশ ভালোই প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। প্রশংসিত হয়েছে রণবীর সহ অন্য অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ও। কিন্তু বক্স অফিসে একেবারেই লাভের মুখ দেখতে পারেনি ছবিটি। অথচ ছবি মুক্তির তারিখ ছিল অনুকূলে। ক্রিসমাস ইভ অর্থাৎ ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে ৮৩। এই ছয় দিন পরে অবশেষে ১০০ কোটির গণ্ডি পার করল ছবিটি।
এখনো পর্যন্ত সারা বিশ্বে ‘৮৩’ ব্যবসা করেছে মোট ১০৬ কোটি টাকার। প্রথম দিনে মাত্র ২৫ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। পরবর্তী দুদিনে ব্যবসা একটু বাড়লেও তারপরে আরো কমে যায়। সেঞ্চুরি করতেই ছয় দিন লেগে গেল ‘৮৩’র। বলা বাহুল্য, রীতিমতো ক্ষতি হচ্ছে ছবি নির্মাতাদের।
আসলে ছবিটি দেখে মনে হচ্ছে ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের উপরে বানানো কোনো ডকুমেন্টরি। দর্শকরা যে আশা করে গিয়েছিলেন হলে সে আশা পূর্ণ হয়নি। প্রযোজকদের এক ঘনিষ্ঠ সূত্র নাকি বিরক্তি প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, লর্ডসের স্টেডিয়ামে শুট করার প্রয়োজনটা কী ছিল? এমন বড় স্টেডিয়াম তো ভারতেই অনেক রয়েছে।
এতে একটা বড় অঙ্কের টাকা জলে গিয়েছে। কিন্তু ছবির টিম অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ায় নাকি সেসব আপত্তি ধামাচাপা পড়ে গিয়েছিল। এখন উপায় কী? কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে এই ছবির খারাপ ফলাফলের জন্য। সূত্রের খবর বলছে, খাঁড়ার কোপটা পড়বে পর্দার ‘কপিল দেব’ ওরফে রণবীর সিংয়ের উপরেই। এখন বেশ কিছু টাকা পাওয়া বাকি রয়ে গিয়েছে তাঁর। প্রযোজক দীপিকা হয়তো স্বামীকেই বঞ্চিত করতে পারেন ক্ষতি সামলাতে।