রাখি সাওয়ান্তের সঙ্গে ‘রামলীলা’র গানে নাচলেন রণবীর, নেটিজেনরা বললেন, ‘দুই পাগল একসঙ্গে’!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের দুই ‘পাওয়ার হাউস’ রণবীর সিং (Ranveer Singh) ও রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। এই দুজনের এনার্জির সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা কারোর নেই। একসঙ্গে এখনো পর্যন্ত কোনো ছবিতে অভিনয় না করলেও দুজনের মধ‍্যে মিল অনেক। বিশেষ করে রণবীর ও রাখির পোশাক পছন্দ অনেকটাই এক ধরনের। যেমনটা কেউ ভাবতে পারে না, তেমনি উলটো ধারার চিন্তা ভাবনায় বিশ্বাসী রাখি রণবীর।

সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন দুজনে। বাকিটা কল্পনা করে নেওয়া যেতেই পারে। অ্যাওয়ার্ডস শোয়ের মঞ্চের বাইরেই ভিড় জমে যায় দুজনকে দেখার জন‍্য। ততক্ষণে রণবীর ও দীপিকা অভিনীত ‘রামলীলা’ ছবির ‘ততড় ততড়’ গানের সঙ্গে নাচতে শুরু করে দিয়েছেন রণবীর ও রাখি।


দুজনের পোশাকেও এদিন বেশ মিল ছিল। কালো প‍্যান্টের সঙ্গে কালো ব্রালেট ও সিক‍্যুইনের জ‍্যাকেট পরেছিলেন রাখি। সঙ্গে মাথায় ইয়াব্বড় এক গোলাপ ফুল লাগানো হেডব‍্যান্ড। অন‍্যদিকে সাদা ও কালো রঙের প‍্যান্ট স‍্যুট পরেছিলেন রণবীর। ‘পুষ্পা’ ছবিতে আল্লু অর্জুনের মতো থুতনির নীচে হাত চালাতেও দেখা যায় দুজনকে।

ভিডিওটি ভাইরাল হতে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এনার্জির ডবল ডোজ’। আরেকজনের মতে, দীপিকা নয়, রাখির সঙ্গেই বেশি ভাল মানায় রণবীরকে। যেন ঈশ্বরের তৈরি জুটি। আবার কয়েকজন মজা করে লিখেছেন, দুই পাগল একসঙ্গে হয়েছে।

https://www.instagram.com/reel/CaxYJZiqHjo/?utm_medium=copy_link

সম্প্রতি আসন্ন ছবি ‘জয়েশভাই জোরদার’ এর মুক্তির দিন ঘোষনা করেন রণবীর। কয়েক সেকেন্ডের টিজারে একাধিক হিরোদের নিয়ে আলোচনা করতে দেখা যায় রণবীরকে। যেমন গানওয়ালা হিরো, গুন্ডেওয়ালা হিরো, নম্বর ওয়ান হিরো, সুপারম‍্যান ব‍্যাটম‍্যানের মতো রেড চাড্ডি হিরো, চাঙ্গাদার হিরো সহ আরো অনেকে। কিন্তু জয়েশভাই জোরদার এদের সবার থেকে আলাদা। কারণ তাঁর নাম জয়েশভাই আর কাজ জোরদার।

যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে যে একগুচ্ছ ছবি মুক্তি পাচ্ছে, জয়েশভাই জোরদার তাদের মধ‍্যে অন‍্যতম। যশরাজ ফিল্মসের তরফেও শেয়ার করা হয়েছে টিজারটি। জানা যাচ্ছে, ছবিতে রণবীরের চরিত্রটি একজন গুজরাতির। তিনি পুরুষ ও মহিলার সমতায় বিশ্বাসী। মূলত হাসির মোড়কে ছবিটি সামাজিক বার্তা দেবে বলে মনে করা হচ্ছে। আগামী ১৩ মে মুক্তি পাচ্ছে এই ছবি।

X