নগ্ন হলে এত হাঙ্গামা হবে জানতাম না! মুম্বই পুলিসের জেরায় জানালেন রণবীর সিং

বাংলাহান্ট ডেস্ক: রণবীর সিং (Ranveer Singh) এর নগ্ন ফটোশুট (Nude Photoshoot) নিয়ে বেশ কিছুদিন ধরে তোলপাড় চলছিল বলিউডে। একটি ম‍্যাগাজিন কভারের জন‍্য অনাবৃত হয়ে ফটোশুট করেছিলেন তিনি। তার ফল দু রকম হয়েছিল। একাংশ বেশ প্রশংসা করেছিলেন রণবীরের সাহসিকতার। অপর পক্ষ রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিল অভিনেতার উপরে। বিভিন্ন রাজ‍্যের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছিল রণবীরের বিরুদ্ধে।

ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৪, ৬৭ (এ) এবং তথ‍্য প্রযুক্তি আইনের আওতায় অভিযোগ দায়ের হয়েছিল অভিনেতার বিরুদ্ধে। মহিলাদের ভাবাবেগে আঘাত ক‍রার অভিযোগে চেম্বুর পুলিস স্টেশনে এতগুলি ধারায় অভিযোগ দায়ের হয়েছিল। তারপরেই রণবীরকে সমন পাঠানো হয় মুম্বই পুলিসের তরফে।

Ranveer 1

সোমবার সকাল সাতটায় চেম্বুর থানায় হাজির হন রণবীর। জিজ্ঞাসাবাদ পর্ব সম্পূর্ণ হলে সকাল ৯ টায় বেরিয়ে যান তিনি। নগ্ন ফটোশুট নিয়ে বিতর্কের পর থেকেই অদ্ভূত ভাবে চুপ করে গিয়েছেন রণবীর। এত অভিযোগ, এত বিতর্ক, ছিছিক্কার, প্রশংসা কোনো কিছুতেই কোনো মন্তব‍্য করতে দেখা যায়নি তাঁকে।

সূত্রের খবর, অভিনেতার আইনজীবীরা তাঁকে পরামর্শ দিয়েছিলেন, এই বিতর্কের বিষয়ে সংবাদ মাধ‍্যমের কাছে মুখ না খুলতে। বরং যা বলার সরাসরি পুলিসের কাছে বলতে। জিজ্ঞাসাবাদ পর্বের সময়েও নাকি শান্ত ছিলেন রণবীর। পুলিসের কাছে তিনি জানিয়েছেন, ফটোশুট নিয়ে বিতর্কের বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁকে যা যা বলা হয়েছিল, অভিনেতা হিসাবে তিনি সেটাই করেছেন। কোনো ছবিই তিনি নিজে প্রকাশ করেননি।

রণবীর ঠিক করেই নিয়েছিলেন, সম্পূর্ণ অনাবৃত হয়েই পোজ দেবেন, এমনটা আগেই জানা গিয়েছিল। এমনিতে নিজের ফ‍্যাশন সেন্স নিয়ে প্রায় রোজই সবাইকে বিষম খাওয়ান তিনি। তাই রণবীরের থেকে এই নগ্ন ফটোশুট খুব একটা অপ্রত‍্যাশিত নয়। ছবিগুলি নাকি গত মে জুন মাসেই প্রকাশ‍্যে আসার কথা ছিল। কিন্তু সিনেমার মুক্তি থাকায় অপেক্ষা করতে চেয়েছিলেন রণবীর।

শেষমেষ জুলাই মাসে প্রকাশ‍্যে আসে ছবিগুলি। রণবীর এ বিষয়ে বলেছিলেন, শারীরিক ভাবে নগ্ন হওয়া তাঁর কাছে কোনো বড় ব‍্যাপারই নয়। বরং তিনি এমন অনেক চরিত্র করেছেন যেখানে তাঁকে মানসিক ভাবে নগ্ন হতে হয়েছে। দর্শকরা তাঁর অন্তরস্থল পর্যন্ত দেখতে পেয়েছেন। রণবীরের মতে সেটাই আসল নগ্নতা। তিনি জোর গলায় দাবি করেন, হাজার জন মানুষের সামনেও তিনি নগ্ন হতে পারেন। তাঁর কোনো সমস‍্যা নেই। কিন্তু অন‍্যরা অস্বস্তিতে পড়েন।

Niranjana Nag

সম্পর্কিত খবর