কপিল দেবকেও ছাড়লেন না, ক‍্যামেরার সামনেই ক্রিকেটারকে জড়িয়ে চুম্বন রণবীরের! ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: রাত পোহালেই মুক্তি পাবে বলিউডের সবথেকে প্রতীক্ষিত ছবি ‘৮৩’। ১৯৮৩ সালে কপিল দেবের (kapil dev) নেতৃত্বে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের কাহিনি উঠে আসবে এই ছবিতে। বক্স অফিসে কতটা কী সাফল‍্য পাবে তা তো আর কয়েক ঘন্টার মধ‍্যেই জানা যাবে। তবে এই ছবি নিয়ে উন্মাদনা যে আকাশ ছুঁয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ৮৩। তার আগে বৃহস্পতিবার সন্ধ‍্যায় মুম্বইয়ে হল ছবির স্পেশ‍্যাল স্ক্রিনিং। রণবীর সিং (ranveer singh), দীপিকা পাডুকোনের পাশাপাশি উপস্থিত ছিল ছবির গোটা টিম এবং ৮৩ বিশ্বকাপে ভারতের গোটা টিম। উত্তেজনার তুঙ্গে ছিলেন রণবীর। আর অতিরিক্ত উত্তেজনাতেই এক ঘটনা ঘটিয়ে ফেললেন তিনি, যা সোশ‍্যাল মিডিয়ার দৌলতে এখন ভাইরাল নেটমাধ‍্যমে।

kapildev
এদিন প্রিমিয়ারে উপস্থিত ছিলেন কপিল দেব। তাঁকে দেখেই অভ‍্যর্থনা জানাতে এগিয়ে যান রণবীর। সেই সময়ে ভরা মঞ্চে ক‍্যামেরার সামনে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে ধরে চুম্বন করতে দেখা যায় অভিনেতাকে। আসলে সৌজন‍্য দেখেই কপিলের গালে আলতো চুম্বন করতে গিয়েছিলেন রণবীর। কিন্তু বিষয়টা শেষমেষ অস্বস্তিকর হয়ে দাঁড়ায় সোশ‍্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতে।

https://www.instagram.com/p/CXyeYUIMNqh/?utm_medium=copy_link

১৯৮৩ র ঘটনা ২০২১ এ পর্দায় ফুটিয়ে তোলার জন‍্য কার্যত মাথার ঘাম পায়ে ফেলে খেটেছেন রণবীররা। কিন্তু এই পরিশ্রমের নেপথ‍্যে যাদের নাম না করলেই নয় তারা হলেন কপিল দেব সহ তাঁর গোটা টিম। তাঁরা যে শুধু দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তাই নয়, সেই ঐতিহাসিক ঘটনা পুঙ্খানুপুঙ্খ ভাবে প‍র্দায় ফুটিয়ে তুলতে সাহায‍্যও করেছেন ছবির গোটা টিমকে।

আসলে ছবিতে সমস্ত চরিত্রের বাস্তবায়ন করার জন‍্য আসল মানুষদের স্মৃতিচারণার উপরেই জোর দিয়েছিলেন নির্মাতারা। কপিল দেব ও অন‍্য খেলোয়াড়দের মুখে সেই ম‍্যাচের বিস্তারিত ঘটনা শুনে এবং তাঁদের গভীরভাবে পর্যবেক্ষণের পরেই চরিত্রগুলি ফুটিয়ে তুলেছেন অভিনেতারা।

এর জন‍্য অবশ‍্য কপিল দেবের টিমকে মোটা অঙ্কের টাকা দক্ষিণা দিতে হয়েছে ছবি নির্মাতাদের। সূত্রের খবর মানলে রণবীরদের গাইড করার জন‍্য ৫ কোটি টাকা নিয়েছেন কপিল। সব মিলিয়ে মোট ১৫ কোটি টাকা দিতে হয়েছে ৮৩ র টিমকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর