দীপিকাকে ছেড়ে রাখির কাছে ভালবাসা জাহির! রণবীরের কাণ্ডে নেটিজেনরা বললেন, পাগল-পাগলি ভাল মিলেছে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লাইমলাইট থেকে সরার নামই করছেন না রণবীর সিং (Ranveer Singh)। পোশাকবিহীন হয়ে ক‍্যামেরার সামনে দাঁড়িয়েছেন, নেটনাগ‍রিকদের ঘুম উড়িয়েছেন। এবার আরেক কাণ্ড ঘটালেন তিনি। রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant) ‘আই লভ ইউ’ বলে বসলেন রণবীর!

একজন বলিউডের ‘এন্টারটেনমেন্ট কুইন’ আর অন‍্যজন ‘এন্টারটেনমেন্ট কিং’। রণবীরের এনার্জি লেভেলের সঙ্গে একমাত্র তাল মেলাতে পারেন রাখিই। সেই এনার্জির নমুনা একবার দেখেওছেন সকলে। একটি অনুষ্ঠানে রণবীরের সঙ্গে তাল মিলিয়ে নেচেছিলেন রাখি। দুজনের রসায়ন বেশ পছন্দও করেন অনেকে।


সম্প্রতি রণবীরের নগ্ন ফটোশুটের সমর্থনে মুখ খুলেছিলেন রাখি। পাপারাৎজির ক‍্যামেরার সামনে তিনি বলেন, রণবীর নগ্ন হয়েছিলেন কারণ তাঁর জামাকাপড় নাকি বাঁদরে নিয়ে গিয়েছে। তারপরে আবার অন‍্য একটি ভিডিওতে রাখি জানান, রণবীর তাঁকে ভালবাসা পাঠিয়েছেন।

তবে মিথ‍্যে কথা বলেননি তিনি। আসলে সাম্প্রতিক নগ্ন ফটোশুটের জন‍্য প্রশংসা, ট্রোল দুটোই পেয়েছেন রণবীর। তবে বন্ধুর পাশে দাঁড়িয়েছেন রাখি। অভিনেতাকে সমর্থন করে বার্তা পাঠিয়েছিলেন তিনি। উত্তরে রণবীর লিখেছেন, ‘বন্ধু ভালবাসি তোমাকে’। সেই সঙ্গে তিনি আরো লিখেছেন, রাখি সাওয়ান্ত একজন রকস্টার। অভিনেতার বার্তা পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন রাখি। রণবীরকে নিজের বন্ধু বলে দাবি করেন তিনি।

https://www.instagram.com/reel/CgUjGA0Fv7Z/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/reel/CgUPKTwl8Yw/?utm_source=ig_web_copy_link

এক জনপ্রিয় ম‍্যাগাজিন কভারের জন‍্য ন‍্যুড ফটোশুট করেছেন রণবীর। তাঁর ছবি দেখে যখন সবার চোখ কপালে তখন অভিনেতার দাবি, হাজার লোকের সামনে নগ্ন হওয়াও তাঁর কাছে কোনো ব‍্যাপারই না। এবার এক সূত্র সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমকে জানায়, অনেকদিন পরিকল্পনা করেই করা হয়েছে ফটোশুটটি।

রণবীর ঠিক করেই নিয়েছিলেন, সম্পূর্ণ অনাবৃত হয়েই পোজ দেবেন। এমনিতে নিজের ফ‍্যাশন সেন্স নিয়ে প্রায় রোজই সবাইকে বিষম খাওয়ান তিনি। তাই রণবীরের থেকে এই নগ্ন ফটোশুট খুব একটা অপ্রত‍্যাশিত নয়। ছবিগুলি নাকি গত মে জুন মাসেই প্রকাশ‍্যে আসার কথা ছিল। কিন্তু সিনেমার মুক্তি থাকায় অপেক্ষা করতে চেয়েছিলেন রণবীর।

সম্পর্কিত খবর

X