বাংলাহান্ট ডেস্ক: বলিউডের কাস্টিং কাউচের (Casting Couch) কিসসা আর দেশের গণ্ডির মধ্যে রইল না। রণবীর সিংয়ের (Ranveer Singh) দৌলতে ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ কেচ্ছা ছড়িয়ে পড়ল বাইরেও। ঝাঁ চকচকে হিন্দি ইন্ডাস্ট্রিতে জায়গা পাওয়ার জন্য কী কী প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় একজন বহিরাগতকে, সমস্তটা ফাঁস করে দিলেন তিনি। নিজের কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করলেন রণবীর।
সম্প্রতি মরক্কোতে চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন বলিউড অভিনেতা। সেখানেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে নিজের বলিউড সফরের কাহিনি তুলে ধরেন তিনি। ইন্ডাস্ট্রিতে পা রাখার আগের স্ট্রাগল থেকে শুরু করে কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতাও উঠে আসে তাঁর কথায়।
রণবীর জানান, কেরিয়ার শুরুর আগে একবার তিনিও বিতর্কিত কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন। এক ব্যক্তি তাঁকে নিরালায় ডেকে নিয়ে গিয়ে প্রশ্ন করেছিল, তিনি কি কাজে পরিশ্রম লাগান নাকি বুদ্ধি খাটান? রণবীর বলেন, তিনি নিজেকে বুদ্ধিমান বলে মনে করতেন না তেমন। তাই পরিশ্রমীই বলেছিলেন।
এরপরেই ওই ব্যক্তি তাঁকে পরামর্শ দেন, বুদ্ধি খাটাতে আর কৌশলে কুপ্রস্তাব দেন। সংবাদ মাধ্যমের সামনৈ রণবীর বলেন, তিন সাড়ে তিন বছর ধরে ওই ধরণের অভিজ্ঞতা তাঁর অনেক হয়েছিল। ওই দিনগুলোর কথা মনে করলে এখন পাওয়া সুযোগ গুলোর সঠিক মূল্য উপলদ্ধি করতে পারেন রণবীর।
‘ব্যান্ড বাজা বারাত’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন রণবীর। একে একে লেডিস ভার্সেস রিকি বহেল, লুটেরা, গুণ্ডে, গোলিয়োঁ কি রাসলীলা: রামলীলা, বাজিরাও মস্তানি, পদ্মাবত এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। দীপিকা পাডুকোনকে বিয়ে করে এখন ইন্ডাস্ট্রির এক প্রথম সারির তারকা হয়ে গিয়েছেন রণবীর।
শেষবার জয়েশভাই জোরদার ছবিতে দেখা গিয়েছিল রণবীরকে। আগামীতে করন জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানি এবং রোহিত শেট্টি পরিচালিত সার্কাস ছবিতে দেখা যাবে রণবীর সিংকে।