সুপারম‍্যান ব‍্যাটম‍্যান কোন ছার! পোশাকের উপরে লাল ‘চাড্ডি’ চাপিয়ে নতুন সুপারহিরো নিয়ে আসছেন রণবীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হলিউডের দৌলতে বহু সুপারহিরোর (Superhero) সঙ্গেই তো মোলাকাত হল। তাদের অনেক রকম শক্তি, অনেক রকম পোশাক আশাক। এবার পরিচয় করুন একেবারে নতুন কিসিমের হিরোর সঙ্গে। নাম তাঁর জয়েশভাই জোরদার। সিনেপ্রেমীদের সঙ্গে এই হিরোর পরিচয় করালেন রণবীর সিং (Ranveer Singh)।

হ‍্যাঁ, ঠিকই ধরেছেন। নতুন ছবি নিয়ে ফিরছেন অভিনেতা। শেষবার ‘৮৩’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। আশা জাগিয়েও ব‍্যর্থ হয়েছিল সে ছবি। তারপর থেকেই অন‍্য ধরনের ছবি নিয়ে ফেরার চিন্তা ভাবনা করছিলেন রণবীর। অবশেষে হাজির ‘জয়েশভাই জোরদার’।


কয়েক সেকেন্ডের টিজারে একাধিক হিরোদের নিয়ে আলোচনা করতে দেখা যায় রণবীরকে। যেমন গানওয়ালা হিরো, গুন্ডেওয়ালা হিরো, নম্বর ওয়ান হিরো, সুপারম‍্যান ব‍্যাটম‍্যানের মতো রেড চাড্ডি হিরো, চাঙ্গাদার হিরো সহ আরো অনেকে। কিন্তু জয়েশভাই জোরদার এদের সবার থেকে আলাদা। কারণ তাঁর নাম জয়েশভাই আর কাজ জোরদার।

যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে যে একগুচ্ছ ছবি মুক্তি পাচ্ছে, জয়েশভাই জোরদার তাদের মধ‍্যে অন‍্যতম। যশরাজ ফিল্মসের তরফেও শেয়ার করা হয়েছে টিজারটি। জানা যাচ্ছে, ছবিতে রণবীরের চরিত্রটি একজন গুজরাতির। তিনি পুরুষ ও মহিলার সমতায় বিশ্বাসী। মূলত হাসির মোড়কে ছবিটি সামাজিক বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।

https://www.instagram.com/tv/CaoUeIag7Q3/?utm_medium=copy_link

এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখছেন তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রির অভিনেত্রী শালিনী পাণ্ডে। এছাড়াও ছবিতে রয়েছেন বোমান ইরানি ও রত্না পাঠক শাহ। গত বছরেরই ২৭ অগাস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় ছবির মুক্তি। অবশেষে আগামী ১৩ মে মুক্তির জন্য অপেক্ষায় রয়েছে ছবিটি।

একসঙ্গে বেশ কয়েকটি ছবির মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীরের। সম্প্রতি ‘সিম্বা’র সিক‍্যুয়েলের ঘোষনা করেছেন রণবীর। অবশ‍্য সিম্বার সিক‍্যুয়েল বানানোর আগে আরো একটি ছবিতে একসঙ্গে কাজ করছেন রণবীর ও রোহিত। ছবির নাম ‘সার্কাস’। শোনা যাচ্ছে, ‘কমেডি অফ এররস’ এর অনুকরণে তৈরি হবে ছবিটি। রণবীরের নায়িকা হবেন পূজা হেগড়ে। এছাড়াও আলিয়া ভাটের সঙ্গে করন জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’তেও দেখা যাবে রণবীরকে।

সম্পর্কিত খবর

X