লক্ষীলাভের আশায় শেষমেষ বাংলা ছবির দ্বারস্থ বলিউড, উত্তম কুমারের ‘ভ্রান্তিবিলাস’এর অনুকরণে হচ্ছে ‘সার্কাস’

বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) মানেই রিমেকের (Remake) ইন্ডাস্ট্রি। এমন অভিযোগ বহুবার উঠেছে। আর সেসব অভিযোগ যে নেহাত অপবাদ নয় তা বলিউডের অতি বড় সমর্থকও বুক ঠুকে বলতে পারবে না। দক্ষিণী ছবি, হলিউডি ছবির রিমেক বানিয়ে এক সময় ঢালাও ব‍্যবসা করেছে হিন্দি ইন্ডাস্ট্রি। এমনকি এখন দর্শকদের সিনেমা দেখার ধরণ বদলালেও রিমেক সংষ্কৃতি থেকে বেরোতে পারেনি বলিউড।

এবার জনপ্রিয় বাংলা ছবিরও রিমেক শুরু করল হিন্দি ইন্ডাস্ট্রি। রণবীর সিং (Ranveer Singh) এর আসন্ন ছবি ‘সার্কাস’ (Circus) এর টিজার প্রকাশ‍্যে আসতেই ক‍্যাচ কট কট! এ যে উত্তম কুমারের কালজয়ী ছবি ‘ভ্রান্তিবিলাস’ এর হিন্দি রিমেক। উত্তম কুমার এবং ভানু বন্দ‍্যোপাধ‍্যায়ের ডবল ডবল রোলের মতোই সার্কাসেও রণবীর এব‌ বরুণ শর্মা দুজনেরই দ্বৈত চরিত্র।

Circus
খুঁটিয়ে অনুসন্ধান করতেই প্রকাশ‍্যে আসল ব‍্যাপার। রোহিত শেট্টি পরিচালিত সার্কাস আসলে ‘আঙ্গুর’ ছবির রিমেক। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। সেটা আবার ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দো দুনি চার’ ছবির রিমেক ছিল‌। এই দো দুনি চার আসলে ভ্রান্তিবিলাসের হিন্দি রিমেক। আর টিজার থেকে এটুকু স্পষ্ট, রোহিত শেট্টি রিমেক বানালেও সময়টা ছয়ের দশকেই রেখেছেন।

ছবিতে রণবীর, বরুণ শর্মা ছাড়াও রয়েছেন জ‍্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ে, জনি লিভার, সঞ্জয় মিশ্রা, অশ্বিনী কালসেকর, মূরলী শর্মা, মুকেশ তিওয়ারি, বিজয় পাটকর, টিকু তালসানিয়ার মতো অভিনেতা অভিনেত্রীরা। আগামী ২ রা ডিসেম্বর মুক্তি পাবে সার্কাস এর ট্রেলার। আর ছবিটি প্রেক্ষাগৃহে আসবে ২৪ ডিসেম্বরে।

প্রসঙ্গত, রণবীরকে শেষবার দেখা গিয়েছিল ‘জয়েশভাই জোরদার’ ছবিতে। গল্প ভাল হলেও দর্শক টানতে পারেনি ছবিটি। ফলতঃ বক্স অফিসে ব‍্যর্থ হয় রণবীরের ছবি। আগামীতে সার্কাস ছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে করন জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ এবং রোহিত শেট্টির ‘সিম্বা ২’।


Niranjana Nag

সম্পর্কিত খবর